এবারের বিপিএলকে কেন ‘লজ্জাজনক’ বললেন সুজন
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক না পাওয়া নিয়ে অভিযোগ নতুন কিছু নয়। তবে এবারের অভিযোগ ছাপিয়ে গেছে আগের সবকিছুকে। অনেকগুলো ম্যাচ হয়ে গেলেও একটুও পারিশ্রমিক না পাওয়ার ঘটনা ঘটেছে। চলতি বিপিএলের আরও অব্যবস্থাপনা তুলে ধরে এগুলোকে লজ্জাজনক বলেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া প্রসঙ্গে সুজনের বক্তব্য, ‘বিপিএলে ছয় ম্যাচ হওয়ার পর একটা দল বলছে তারা (খেলোয়াড়) আর খেলবে না। কারণ তারা প্রাপ্য টাকা পায়নি। এটা তো আমাদের জন্য আসলেই লজ্জাজনক। ব্যাংক গ্যারান্টি কোথায়? বিসিবি কেন ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিয়ে দিচ্ছে না? আমার কথা হচ্ছে বিসিবির বিপিএল গভর্নমেন্ট বডির কাজটা কী তাহলে? একটা টিম করতে মিনিমাম ৮ কোটি টাকা লাগবে। আমার কাছে ৮ কোটি টাকা না থাকলে আমি বিপিএলের টিম কিনব কেন? আমি তো মানুষের আশায় কিনিনি যে, মানুষ আমাকে স্পন্সর দেবে। আপনি তো স্পন্সর পেতেও পারেন, না-ও পেতে পারেন।’
এবারের বিপিএলের শুরুর দিকে টিকিট নিয়ে কম বিশৃঙ্খলা হয়নি। হামলার মতো ঘটনাও ঘটেছে। টিকিট প্রক্রিয়া নিয়েও অভিযোগ আছে সুজনের, ‘যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না এবং আমরা গোছানো বিপিএল আয়োজনে ব্যর্থ। টিকিট নিয়ে সংকট, মানুষের চেঁচামেচি; বাংলাদেশের মানুষ কয়জন অনলাইন থেকে টিকিট কিনতে পারে? রিকশাওয়ালা কি অনলাইনে টিকিট কাটতে পারবে, সে খেলা দেখবে না? আমরা তো এখনও ওই স্ট্যান্ডার্ডে পৌঁছাইনি। সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। কালোবাজারি বন্ধ করতে গিয়ে এটা করবেন তো সেই কালোবাজারি বন্ধ করতে পারলেন?’
চলতি বিপিএলে সুজনের দল ঢাকা ক্যাপিটালসের পারফরম্যান্সের অবস্থা জঘন্য। এখনো পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র ১ জয় চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন দলের। দলের এমন অবস্থার কারণ বুঝতে পারছেন না সুজন।
ঢাকা ক্যাপিটালসের কোচ বলেন, ‘এটা স্কুল ক্রিকেট না যে কাউকে বকা দিয়ে শেখানো যাবে। এমন না যে ট্রেনিং কম হয়েছে, সেটাও না। আমি বুঝতে পারছি না আসলে কেন এমন হচ্ছে। ডিপ্রেসড আসলে। আমাদের ফরেন প্লেয়ারের কোয়ালিটি মানসম্মত নয়, না ফাস্ট বোলার না স্পিনার। মোমেন্টামটা ছুটল, আর ওইখান থেকে আমরা কামব্যাক করতে পারছি না। প্রতিদিন হারছেন, এখান থেকে মোটিভেট করা যে কতটা কঠিন, আমি জানি আসলে।’