তামিমের সেই আচরণের বিষয়ে মুখ খুললেন সাব্বির
ঘটনাটি গতকাল বৃহস্পতিবারের। ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটার সাব্বির রহমানের ওপর মেজাজ হারিয়ে কথা শুনিয়ে দেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। মাঠে তামিমের সেই আচরণের বিষয়ে এবার মুখ খুলেছেন সাব্বির।
গতকাল ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে। ঢাকার দেওয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করছিল বরিশাল। তামিমের সঙ্গে তখন উইকেটে ছিলেন ডেভিড মালান। ঢাকার স্পিনার চতুরঙ্গ ডি সিলভার করা ওভারের দ্বিতীয় ডেলিভারিতে লং অফে বল পাঠান তামিম। সেখানে ফিল্ডিং করে বল কিছুটা সামনের দিকে ঠেলে পাঠান সাব্বির। ক্রিকেটের ভাষায় এটি ‘ফেইক ফিল্ডিং’ হিসেবে পরিচিত।
সাব্বিরের এমন ‘ফেইক ফিল্ডিং’য়েই রেগে যান তামিম। টিভিতে তামিমকে স্পষ্ট বলতে শোনা যায়, ‘বেশি লাগতে যেও না সাব্বির, আমার সঙ্গে বেশি লাগতে যেও না।’ এছড়া আরও কিছু একটা বলেছিলেন তিনি। তবে সেটি স্পষ্ট শোনা যায়নি।
তামিমের এই কথার পর লং অফ থেকে কিছুটা সামনে এগিয়ে আসার চেষ্টা করেন সাব্বিরও। তবে তাকে ফেরান ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ভূমিকা পালন করেন ফিল্ড আম্পায়ারও। পরে ঘটনাটি আর সামনে আগায়নি।
আজ তামিমের সেই আচরণ নিয়ে বেসরকারি একটি টিভি চ্যানেলে সাব্বির বলেন, ‘দেখুন, মাঠের মধ্যে যে ঘটনা হোক, সেটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায়। তামিম ভাই আমার অনেক বড় ভাই, আমার সিনিয়র বড় ভাই, রেসপেক্টফুল বড় ভাই এবং লিজেন্ড ক্রিকেটার। এমন ক্রিকেটার বাংলাদেশে আর আসবেও না আমি জানি। হিট দ্য মোমেন্ট এটা হয়ে গেছে। আমিও তাতে কিছু মনে করিনি। ছোট ভাই হিসেবে... আর উনি খুবই ক্লোজ বড়ভাই আমার। ওনার সঙ্গে খুবই ভালো সম্পর্ক আমার। আশা করি, সম্পর্কটা চিরস্থায়ী থাকবে। এবং ভবিষ্যতে ভালো যাবে।’
বিপিএলে নিজের পারফরম্যান্স নিয়ে সাব্বির বলেন, ‘এবারের বিপিএল শেষে, বিপিএল শেষ করে আমি নিজেকে সর্বোচ্চ ছক্কার মালিক ও সর্বোচ্চ স্ট্রাইকরেট ওয়ালা ক্রিকেটার হিসেবে।’
প্রসঙ্গত, গতকালের ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেয়েছে তামিমের বরিশাল। প্রথমে ব্যাট করে মাত্র ১৩৯ রানে অলআউট হয় ঢাকা। জবাব দিতে নেমে ২৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেছে দক্ষিণাঞ্চলের ফ্র্যাঞ্চাইজি বরিশাল।