হার নয়, এবার ৫-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৫, ১২:২৭
শেয়ার :
হার নয়, এবার ৫-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে গত রবিবার বার্সেলোনার বিপক্ষে ২-৫ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের পর গতকাল বৃহস্পতিবার রাতেই মাঠে নামে রিয়াল। কোপা দেলরের শেষ ষোলোয় সেলতা ভিগোর বিপক্ষে ৫-২ গোলের জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে রিয়াল। 

ফল রিয়ালের পক্ষে একপেশে দেখালেও কষ্ট করেই জিততে হয়েছে তাদের। সান্তিয়াগো বার্নাব্যুতে ৪৮ মিনিটের মধ্যে ২ গোল করে এগিয়ে গিয়েছিল মাদ্রিদের ক্লাবটি। তবে নির্ধারিত সময়ের শেষের দিকে ২ গোল দিয়ে অবিশ্বাস্যভাবে ম্যাচ ঘুরিয়ে ফেলে সেলতা। পরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৩ গোল দিয়ে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। 

রিয়ালের হয়ে প্রথম গোলমুখ খোলেন কিলিয়ান এমবাপ্পে। আর দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস জুনিয়র। ৮২ মিনিটের পর জোনাথন বামবা গোল দিয়ে ব্যবধান কমান। আর ৯০ মিনিটের পর যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল দিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান সেলতার মার্কোস আলোনসো। 

অতিরিক্ত সময়ে একক আধিপত্য দেখিয়েছে রিয়াল। ১০৮ মিনিটে গোল দিয়ে দলকে এগিয়ে নেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক। ৩ মিনিট পর দুর্দান্ত এক শটে ব্যবধান ৪-২ করেন উরুগুইয়ান মিডফিল্ডার ফেদে ভালভের্দে। শেষ বাঁশি বাজার আগে দুর্দান্ত ব্যাকহিলে জয়ের ব্যবধান আরও বাড়ান এনদ্রিক। 

চলতি মাসের ২০ তারিখে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে। রিয়ালের পাশাপশি এখনো পর্যন্ত টুর্নামেন্টটির শেষ আটে যাওয়া দলগুলো হলো- বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, লেগানেস ও হেতাফে।