পিএসএল খেলতে নিজের দেশকে উপেক্ষা করলেন ইংলিশ ক্রিকেটার
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অথবা ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ; ইংলিশ ক্রিকেটার জেমস ভিন্সের সামনে যেকোনো একটিতে খেলার সুযোগ ছিল। শেষমেশ ৩৩ বছর বয়সী এই ব্যাটার সিদ্ধান্ত নিলেন পিএসএলে খেলার।
গত নভেম্বরে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিয়ম করে দেয়, ঘরোয়া মৌসুম চলাকালে একমাত্র আইপিএল ছাড়া অন্য সব বিদেশি লিগে খেলতে অনাপত্তিপত্র (এনওসি) দেবে না তারা। আর এবার চ্যাম্পিয়নস ট্রফির কারণে সময় পিছিয়ে এপ্রিল-মে মাসে নেওয়া হয়েছে পিএসএল। একই সময়ে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপও চলার কথা। শেষ পর্যন্ত পিএসএল খেলতে প্রথম শ্রেণির কাউন্টি চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ভিন্স।
পিএসএলে করাচি কিংসের হয়ে খেলবেন ভিন্স। আর কাউন্টিতে হ্যাম্পশায়ারের তিন সংস্করণেরই অধিনায়ক তিনি। প্রথম শ্রেণি থেকে অবসর নেওয়ায় ভিন্স শুধু টি-টোয়েন্টিতেই হ্যাম্পশায়ারকে নেতৃত্ব দেবেন।
ভিন্স বলেছেন, ‘আমি হ্যাম্পশায়ারকে ভালোবাসি। বিগত ১৬ বছর ধরে এটা আমার ক্লাব ও ঘর ছিল। তাই টি-টোয়েন্টিতে হ্যাম্পশায়ারের হয়ে নিজের সেরাটা দিতে চাই আমি এবং আশা করি (দ্য ব্লাস্টে) আরও সাফল্য এনে দিতে পারবো। আমার ক্যারিয়ারের এই অবস্থায় আমাকে এটাও বুঝতে হবে, আমার পরিবারের জন্য কোনটা ভালো হবে।’
প্রথম শ্রেণিতে ২১৬টি ম্যাচ খেলেছেন ভিন্স। এই সময়ে ৪০.১৮ গড়ে ১৩ হাজার ৩৪০ রান করেছেন তিনি। ৩০টি সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৫৮টি হাফ সেঞ্চুরি। ইংল্যান্ডের হয়ে ১৩টি টেস্ট, ২৫ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২০২৩ সালে সবশেষ ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠে নামেন তিনি।