মরকেলকে বকা দিয়েছেন গম্ভীর, ভারত দলে অশান্তি

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৫, ১৯:০৮
শেয়ার :
মরকেলকে বকা দিয়েছেন গম্ভীর, ভারত দলে অশান্তি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিপর্যয় নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ। এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র খবর, অস্ট্রেলিয়ায় থাকতে ভারতের বোলিং কোচ মরনে মরকেলকে বকা দিয়েছিলেন প্রধান কোচ গৌতম গম্ভীর। ঘটনাটির তদন্ত করছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দলকে সামনে এগিয়ে নিতে এমন ঘটনার সমাধান চায় সংস্থাটি। 

প্রতিবেদন অনুযায়ী, মরকেল ও গম্ভীরের মধ্যে ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়া সিরিজে একটি অনুশীলন সেশনের সময়। মরকেল ভারত দলের অনুশীলনে দেরি করে আসায় সঙ্গে সঙ্গে তাকে তিরস্কার করেন গম্ভীর। ব্যক্তিগত একটি মিটিংয়ের কারণে দেরি হয় দক্ষিণ আফ্রিকার সাবেক এই বোলারের। তাই শৃঙ্খলা মেনে চলা গম্ভীর বিষয়টিকে ভালোভাবে নেননি। 

সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলেছে, ‘গম্ভীর শৃঙ্খলার বিষয়ে খুবই কঠোর। তিনি মাঠেই মরকেলকে তিরস্কার করলেন। বোর্ডকে জানানো হয়েছে যে সফরের বাকি সময় মরকেল কিছুটা মন খারাপ করেই ছিলেন। দল যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে, তা সমাধান করা এই দুজনের উপর অনেকাংশেই নির্ভর করে।’ এই ঘটনা কোচিং স্টাফের এগিয়ে যাওয়াকে প্রশ্নবিদ্ধ করেছে এবং বিসিসিআই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

শুধু গম্ভীর-মরকেলের ঘটনায় নয়, বিসিসিআই ভারতের পুরো কোচিং স্টাফকেই অতশী কাঁচের নিচে রেখেছে। এক্ষেত্রে দলের সিনিয়র ক্রিকেটারদের থেকেও পরামর্শ নিচ্ছে সংস্থাটি। এর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ ব্যাটিং কোচ অভিষেক নায়ার। বিরাট কোহলি বারবার অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে আউট হলেও অভিষেক এই ব্যাপারে কোনো সাহায্য কেন করেননি, সেটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশটির ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কারও। 

সহকারী কোচ রায়ান টেন ডেসকাটেকে নিয়েও আছে প্রশ্ন। আন্তর্জাতিক ক্রিকেটে এই ডাচ কোচের অনভিজ্ঞতা ও দলে তার অবদান রাখতে পারার যোগ্যতা নিয়েও কথা উঠেছে।