সিলেটের অস্বস্তি বাড়িয়ে কর্নওয়ালের বিদায়

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৫, ১৬:৩৬
শেয়ার :
সিলেটের অস্বস্তি বাড়িয়ে কর্নওয়ালের বিদায়

এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সে নেই কোনো বড় নাম। ওয়েস্ট ইন্ডিজের বিশালদেহী স্পিন বোলিং অলরাউন্ডার রাকিম কর্নওয়াল ছিলেন দলটির অন্যতম আকর্ষণ। তবে এবার সেই কর্নওয়ালকেও সিলেট ছাড়তে হলো। তাতে অস্বস্তি ভালোভাবেই বাড়ল সিলেটের। 

আজ মঙ্গলবার কর্নওয়ালের ফ্র্যাঞ্চাইজি ছাড়ার খবর জানায় সিলেট। মূলত, ইনজুরির কারণে দল ছাড়তে হয়েছে তাকে। সিলেটের ফেসবুক পেইজে কর্নওয়াল এক ভিডিওতে বাংলাদেশকে বিদায় জানান। সেই ভিডিওতে লেখা ছিল, 'ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ। ইনজুরির কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাকিম কর্নওয়াল।'

অসুস্থতার জন্য এবার বিপিএলে প্রথম ম্যাচটি খেলতে পারেননি কর্নওয়াল। একাদশে রাখা হয়নি দ্বিতীয় ম্যাচেও। তৃতীয় ম্যাচে ব্যাট হাতে ১৮ রান করার পাশাপাশি শিকার করেন ১ উইকেট। ঢাকার বিপক্ষে ৩ উইকেট নিয়ে বল হাতে সফল ছিলেন কর্নওয়াল, তবে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন তিনি। এরপর খুলনার বিপক্ষে বাজে পারফরম্যান্সের পর একাদশ থেকে জায়গা হারান তিনি। 

কর্নওয়াল চলে যাওয়ার পর সিলেট দলে বিদেশি হিসেবে আছেন পল স্টার্লিং, জর্জ মানসি, রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শিনোয়ারি, রিস টপলি, অ্যারন জোন্সরা। সিলেট স্ট্রাইকার্সের অবস্থানও পয়েন্ট তালিকার তলানির দিকে। ৬ ম্যাচে জয় পেয়েছে মাত্র ২টিতে।