জয়ে শুরু জোকোভিচ-আলকারেজের

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭
শেয়ার :
জয়ে শুরু জোকোভিচ-আলকারেজের

অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে বিশ্বের এক নম্বর র‌্যাঙ্কধারী খেলোয়াড় সার্বিয়ার নোভাক জোকোভিচ শুভ সূচনা করেছেন। আরও জয়ের দেখা পেয়েছেন স্পেনের কার্লোস আলকারেজ।

নারী এককে জয় পেয়েছেন জাপানের নওমি ওসাকা ও চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা। প্রথম রাউন্ডের খেলায় জকো হারিয়েছেন যুক্তরাষ্ট্রের নিসেস ভাসাবারেড্ডিকে। প্রথম সেট হারার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পরবর্তী তিন সেট জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন বিশ্ব টেনিসের সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজেতা এই তারকা। জোকো ৪-৬, ৬-৩, ৬-৪ ও ৬-২ গেমে হারান ভাসাবারেড্ডিকে।

পুৃরুষ এককে জয়ের দেখা পেয়েছেন স্পেনের সেনসেশনাল তারকা কার্লোস আলকারেজ। তিনি ৬-১, ৭-৫ ও ৬-১ সরাসরি গেমে হারান আলেকজান্ডার শেভচেঙ্কোকে। নারী এককে জয় দিয়ে শুভ সূচনা করেছেন জাপানের নওমি ওসাকা। প্রথম রাউন্ডের ম্যাচে ওসাকা ৬-৩, ৩-৬ ও ৬-৩ গেমে ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন।

নারী এককের আরেক ম্যাচে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা জয়ের দেখা পেয়েছেন। মুচোভা ৬-১ ও ৬-১ সরাসরি গেমে হারান আর্জেন্টিনার নাদিয়া পোডোরোসকাকে।