রিয়ালকে উড়িয়ে দেওয়ার পরদিন বার্সা শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৫, ১৯:৫৮
শেয়ার :
রিয়ালকে উড়িয়ে দেওয়ার পরদিন বার্সা শিবিরে দুঃসংবাদ

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে উড়িয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। রবিবার রাতে সৌদি আরবের জেদ্দায় কার্লো আনচেলত্তির দলকে ৫-২ গোলে হারিয়েছে কাতালানরা। তবে শিরোপা জয়ের পরদিনই দুঃসংবাদ পেল বার্সেলোনা। 

চোট পেয়েছেন বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার ইনিগো মার্তিনেস। হ্যামস্ট্রিংয়ের এই চোটের কারণে এক মাসেরও বেশি সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। গতকাল জয়ের ম্যাচে ২৯ মিনিটের মাথায় মাঠ ছাড়েন ৩৩ বছর বয়সী মার্তিনেস। 

স্প্যানিশ গণমাধ্যমগুলো জানায়, ডান পায়ের ফিমোরাল বাইসেপসে পেশি ছিঁড়ে গেছে মার্তিনেসের। এরপর আরও পরীক্ষা করানো হবে তার। তবে হ্যান্সি ফ্লিকের দলের গুরুত্বপূর্ণ এই সদস্যের মাঠের বাইরে চলে যাওয়া দলটির জন্য বড় ধাক্কাই। 

চলতি মৌসুমে বার্সেলোনার ২৮ ম্যাচের ২৭টিতেই খেলেছেন মার্তিনেস। গতকাল রাতে মার্তিনেসের বদলি হিসেবে নেমেছিলেন রোনাল্দ আরাউহো। বার্সেলোনার পরের ম্যাচ রিয়াল বেতিসের বিপক্ষে। আগামী বুধবার কোপা দেল রের শেষ ম্যাচে দলটির বিপক্ষে লড়বেন লামিনে ইয়ামাল-রবার্তো লেভানদভস্কিররা।