সরাসরি সেটে জিতে অস্ট্রেলিয়ান ওপেন শুরু সাবালেঙ্কার
সহজ জয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করলেন আরিনা সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনে র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় নারী এককের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিভেন্সকে ৬-৩, ৬-২ গেমে হারান।
আজ রবিবার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় এ জয়ে ১৯৯৯ সালে মার্টিনা হিঙ্গিসের পর প্রথম এবং সব মিলিয়ে সপ্তম নারী খেলোয়াড় হিসেবে টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের হাতছানি দিচ্ছে ২৬ বছর বয়সী তারকার সামনে।
ফেভারিট হিসেবে চলতি আসর জয় দিয়ে শুরুর পর সাবালেঙ্কা বললেন, অস্ট্রেলিয়ান ওপেনকে ভীষণ আপন মনে হচ্ছে তার, ‘এখানে ফিরে আসতে পেরে আমি খুব খুশি। এই জায়গাটি খুব ভালোবাসি এবং আমাদের দর্শকে পূর্ণ স্টেডিয়াম আছে, এর চেয়ে বেশি স্বপ্ন দেখতে পারি না আমি।’