ফাইনালের এল ক্লাসিকোতে আজ রিয়াল নাকি বার্সেলোনা
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে দুই দলই মুখিয়ে আছে। হুমকি দিয়ে রাখছে একে অপরকে একে অপরকে।
সবশেষ এল ক্লাসিকোতে অক্টোবরে লা লিগার ম্যাচে বার্সেলোনা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়ালকে। সেটির প্রতিশোধ নিতে চায় দলটির কোচ কার্লো আনচেলত্তি। অন্যদিকে ছেড়ে কথা বলছেন না বার্সার পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডভস্কি। প্রতিপক্ষকে হারানোর প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখছেন তিনি।
ফাইনালের আগে যথেষ্ট সতর্ক রিয়াল বস আনচেলত্তি। সবশেষ মোকাবিলায় বার্সার ডিফেন্সের কাছে ধরাশায়ী হয়েছিল বিশে^র সেরা রিয়ালের ফরোয়ার্ড লাইন। তাই এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, এনদ্রিক, রদ্রিগো আর জুড বেলিংহামদের ওপর চাপটা বেড়ে যাবে। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ওই হার থেকে শিক্ষা নিয়েছেন তারা।
রিয়াল কোচ বলেন, ‘প্রথম ম্যাচে (ক্লাসিকোয়) কী হয়েছিল, তা ভাবতে হবে আমাদের। কারণ, তারা আমাদের হারিয়েছে। আমরা সবকিছুর মূল্যায়ন করেছি। আমাদের ভালো কাজের পুনরাবৃত্তি করতে হবে এবং ভুলগুলো এড়াতে হবে। ক্লাসিকো সবসময়ই ক্লাসিকো, তবে ফাইনাল কিছুটা বেশি চাপ সৃষ্টি করে।’
সুপার কাপের গুরুত্বের কথাও তুলে ধরলেন আনচেলত্তি। পরিসংখ্যানে তাকালে দেখা যায়, সুপার কাপ জিতলে মৌসুম ভালো কাটে রিয়ালের। সবশেষ যে দুবার তারা সুপার কাপ জিতেছে, একই মৌসুমে তারা জিতেছে চ্যাম্পিয়নস লিগও। আনচেলত্তি বলেন, ‘যখন আমরা এটি জিততে পারিনি, তখন মৌসুম ভালো কাটেনি। এটি এমন একটি প্রতিযোগিতা, যা অনেক বেশি অনুপ্রেরণা জোগায়।’
অপরদিকে বার্সেলোনার অন্যতম ফরোয়ার্ড লেভানডভস্কি বলেছেন, স্প্যানিশ সুপার কাপে আগের ফাইনালের হারের প্রতিশোধ নিতে তিনি মুখিয়ে আছেন।