ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দল ঘোষণা, ১৪ মাস পর শামি

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারী ২০২৫, ০৮:৪৮
শেয়ার :
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দল ঘোষণা, ১৪ মাস পর শামি

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সেই সিরিজের জন্য গতকাল শনিবার রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। ঘোষিত এই দলে ১৪ মাস পর জায়গা হয়েছে পেসার মোহাম্মদ শামির। 

২০২৩ সালের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আর জাতীয় দলের হয়ে দেখা যায়নি শামিকে। সবশেষ বর্ডার-গাভাস্কার ট্রফিতে তার অভাব বেশ ভালোভাবেই বুঝেছে ভারত। এতদিন হাটুর সমস্যায় ছিলেন তিনি। তাছাড়া বিশ্বকাপের পর তার অ্যাঙ্কলেরও অস্ত্রোপচার হয়েছিল। 

ভারতের ১৫ জনের এই দলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ থেকে জায়গা পেয়েছেন মাত্র চারজন। রাখা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে সফল পেসার জাসপ্রিত বুমরাহকে। সিডনি টেস্টে চোট পেয়েছিলেন তিনি। বিশ্রাম দেওয়া হয়েছে রিশাভ পান্ত, শুভমান গিল ও যশস্বী জয়সোয়ালের মতো তারকাকে। চোট থেকে সেরে না ওঠায় রাখা হয়নি অলরাউন্ডার রিয়ান পরাগকেও। 

ভারত টি-টোয়েন্টি খেলেছিল সবশেষ বছরের নভেম্বরে। দক্ষিণ আফ্রিকায় ৩-১ ব্যবধানে জেতা টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন রামনদিপ সিং, জিতেশ শার্মা, আভেশ খান, যশ দায়াল ও বিজায়কুমার। তাদের জায়গায় এসেছেন নীতিশ কুমার রেড্ডি, হার্শিত রানা, ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর। দলে ফেরা এই চার তারকাই ছিলেন সবশেষ বর্ডার-গাভাস্কার ট্রফিতে। 

সিরিজে অধিনায়ক হিসেবে যথারীতি থাকছেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক হিসেবে আছেন অক্ষর প্যাটেল। আগামী ২২ জানুয়ারি শুরু হবে ভারত-ইংল্যান্ডের লড়াই। ২৫, ২৮, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি পরের চার ম্যাচটি হবে চেন্নাই, রাজকোট, পুনে ও ওয়াংখেড়েতে। 

ইংল্যান্ডের বিপক্ষে ভারত টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন, আভিষেক শার্মা, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ শামি, আর্শদিপ সিং, হার্শিত রানা, ধ্রুব জুরেল, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, বরুন চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর।