অবশেষে ৯৯৯৯ রানে আউট হওয়া নিয়ে মুখ খুললেন স্মিথ
ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে ৯৯৯৯ রানে আউট হয়েছিলেন স্টিভেন স্মিথ। ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে সিডনিতে সাদা পোশাকে ১০ হাজার থেকে মাত্র ১ রান দূর থাকতেই বিদায় নিয়েছেন এই অস্ট্রেলিয়ান।
ভারতের বিপক্ষে সিডনি টেস্টে প্রাসিধ কৃষ্ণার ডেলিভারিটি লেংথ থেকে আচমকা লাফিয়ে ছোবল বাড়াল স্মিথের দিকে। তিনি সামলাতে পারলেন না ঠিকঠাক। গালিতে ডাইভিং ক্যাচ নিলেন যস্বসী জয়সোওয়াল। ব্যক্তিগত ৪ রানে আউট হন। এরবার ৯৯৯৯ রানের মাথায় আউট হওয়ার পাঁচ দিন পর অনুভূতির কথা জানিয়েছেন তিনি।
শ্রীলংকার বিপক্ষে আসন্ন দু’টেস্টের সিরিজে নিশ্চিতভাবে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন স্মিথ। তবু ৯৯৯৯ রানের মাথায় আউট হওয়ার হতাশা এখনও ঝেড়ে ফেলতে পরেননি অজি ব্যাটার।
স্মিথ বলেন, ‘এক রান। সেই মুহূর্তে বেশ খারাপ লেগেছিল। খুব হতাশ লাগছিল। নিজের ঘরের মাঠে পরিবার, বন্ধুবান্ধবের সামনে মাইলফলক ছুঁতে পারলে ভালো লাগত। আশা করি, গলে (শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট) একটা রান করে ফেলতে পারব। মনে হয় আগে ম্যাচটায় এই বিষয়টা নিয়ে একটু বেশিই ভেবে ফেলেছিলাম। এত চাপের কিছু নেই। হয়ে যাবে।’
উল্লেখ্য, শ্রীলংকার বিপক্ষে তিনিই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন। বিশ্বের ১৫তম এবং অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসাবে মাইলফলক ছোঁয়ার সুযোগ তার সামনে।
এর আগে ঠিক ৯ হাজার ৯৯৯ রানে একজনই আউট ছিলেন। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই অভিজ্ঞতা হয়েছিল শ্রীংলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জায়াবর্ধনের। এছাড়া ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯ হাজার ৯৯৩ রান নিয়ে টেস্ট শেষ করেছিলেন ব্রায়ান লারা।