মায়োর্কাকে হারিয়ে ফাইনালে রিয়াল, এল ক্লাসিকোর অপেক্ষা
অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল আগের রাতেই নিশ্চিত করেছিল বার্সেলোনা। গতকাল বৃহস্পতিবার রাতে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে ৪ দলের টুর্নামেন্টটির ফাইনাল নিশ্চিত করল রিয়াল মাদ্রিদও। এবার অপেক্ষা এল ক্লাসিকোর। জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে আগামী রবিবারের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদন্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
মায়োর্কার বিপক্ষে গতকাল গোলমুখ খুলতে বেশ কষ্ট হয়েছে রিয়ালের। তবে দ্বিতীয়ার্ধে জুডে বেলিংহ্যামের সৌজন্যে ছুটে সেই গেরো। পরে আরও দুই গোল দেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। আগামী রবিবারের ফাইনালে জিতলেই রেকর্ড শিরোপাজয়ী বার্সেলোনাকে ছুঁয়ে ফেলবে রিয়াল। টুর্নামেন্টটিতে সর্বোচ্চ ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে বার্সা। রিয়াল তারচেয়ে একবার কম।
বৃহস্পতিবার রাতে শুরু থেকেই মায়োর্কার অর্ধে আক্রমণ করতে থাকে রিয়াল। দ্বিতীয় মিনিটেই লুকাস ভাসকেসের শট ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক ডোমিনিক গ্রাইফ। সপ্তম মিনিটে সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপ্পে। ১১তম মিনিটে অরেলিয়া চুয়ামেনির শটও ঠেকিয়ে দেন গ্রাইফ।
প্রধমার্ধজুড়ে দারুণ ঝলক দেখান গ্রাইফ। ঠেকিয়ে দেন রিয়ালের আরও কয়েকটি শট। ৩০ মিনিটে উল্টো গোল হজম করতে যাচ্ছিল রিয়াল। তবে কাইল লারিনের হেড গোলবারের ওপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের শেষদিকে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বেলিংহ্যাম। ১৫টি শট নিয়েও এই অর্ধে গোলমুখ খুলতে পারেনি রিয়াল।
রিয়ালের অপেক্ষা ফুরোয় ম্যাচের ৬৩ মিনিটে। রদ্রিগোর হেড মায়োর্কার পোস্টে লেগে ফিরে এলে ফিরতে বলে এমবাপ্পের গতিময় শট ঠেকান গ্রাইফ। তবে বেলিংহ্যামের শট আর আটকে রাখা সম্ভব হয়নি তার পক্ষে। ক্লাবের হয়ে চলতি মৌসুমে এটি তার নবম গোল।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ায় রিয়াল। রিয়ালের একটি দুর্বল শট ঠেকাতে গিয়ে বল নিজেদের জালেই পাঠান মায়োর্কার ডিফেন্ডার ভালিয়েন্ত। তিনি মিনিট পর ভাসকেসের পাসে দারুণ টোকায় গোল আদায় করেন ‘বার্থডে বয়’ রদ্রিগো।