শাকিবের আস্থার প্রতিদান দিয়ে সিলেটে সাব্বিরের ছক্কাবৃষ্টি

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারী ২০২৫, ২০:২৮
শেয়ার :
শাকিবের আস্থার প্রতিদান দিয়ে সিলেটে সাব্বিরের ছক্কাবৃষ্টি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে অবিক্রীত থাকলেও এবার সাব্বির রহমানকে কিনে নেয় ঢাকা ক্যাপিটালস। শোনা যায়, দলটির মালিক শাকিব খানের আগ্রহেই দল পান সাব্বির। ‘শৃঙ্খলাজনিত’ কারণে বিপিএলের ঢাকা পর্বে একাদশে জায়গা না পেলেও সিলেট পর্বে সুযোগ পান জাতীয় দলে খেলা এই ক্রিকেটার। প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও আজ বৃহস্পতিবার নিজের খেলা দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন সাব্বির। 

আজ দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের অসাধারণ এক ইনিংস খেলেন সাব্বির। এর মধ্যে তিনি ছক্কাই হাঁকান ৯ টি। সাব্বিরের এই ইনিংসে ওপর ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানে থামে আসরে জয়ের খোঁজে থাকা ঢাকা। দলটির ওপেনার তানজিদ হাসান তামিম হাফ সেঞ্চুরির দেখা পেলেও সেটি ছিল বেশ ধীরগতির। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠিয়ে বেশ বেকায়দায় ফেলে দেয় চিটাগং। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৬৩ রান করে ঢাকা। পরের ওভারে শাহাদাত হোসেন দীপুর উইকেটও হারায় ঢাকা। প্রথম ১১ ওভারে মাত্র ৬৭ রান করা ঢাকা শেষ ৯ ওভারে করে ১১০ রান। যার অধিকাংশ অবদানই সাব্বিরের। 

৪৩ বলে ফিফটি স্পর্শ করা তানজিদ আউট হয়েছেন ৪৮ বলে ৫২ রান করে। ৪টি চারের পাশাপাশি ২টি ছক্কা হাঁকান তিনি। সাব্বির এদিন ফিফটি স্পর্শ করেন মাত্র ২২ বলে। শেষ পর্যন্ত ৩৩ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন তিনি। দানবীয় এই ইনিংস খেলার পথে ৯টি ছক্কা ও ৩টি চার হাঁকান জাতীয় দলের সাবেক এই হার্ডহিটার ব্যাটার। 

সাব্বিরের দানবীয় ব্যাটিংয়ের দিনে দুর্দান্ত বল করেছেন চিটাগংয়ের পেসার খালেদ হাসান। ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। সমান ওভারে ২৫ রানের বিনিময়ে স্পিনার আলিস আল ইসলাম শিকার করেন এক উইকেট।