‘গম্ভীর একজন ভণ্ড’

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারী ২০২৫, ১৯:৫৪
শেয়ার :
‘গম্ভীর একজন ভণ্ড’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজ বর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ ব্যবধানে হেরেছে ভারত। এমন হারের পর প্রবল সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। সমালোচনার ক্ষেত্রে দেশটির সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি যেন এক কাঠি সরেশ। গম্ভীরকে সরাসরি ভণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

রাহুল দ্রাবিড় দায়িত্ব ছাড়ার পর ভারতীয় দলের কোচ বানানো হয় আইপিএলে মেন্টর হিসেবে সফল হওয়া গম্ভীরকে। তার অধীনে ভারত শ্রীলংকা বিপক্ষে ওয়ানডে সিরিজ হারে। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজে হয় হোয়াইটওয়াশ। এবার বর্ডার-গাভাস্কার ট্রফিতে নাস্তানাবুদ হওয়ার পর আক্রমণের তীরে বিদ্ধ হচ্ছেন সাবেক এই ব্যাটার। গম্ভীরের পাশাপাশি মনোজ সমালোচনা করেছেন ভারতের বোলিং কোচ মরনে মরকেল ও সহকারী কোচ অভিষেক নায়ারের। 

গণমাধ্যমকে মনোজ বলেছেন, ‘গৌতম গম্ভীর একজন ভণ্ড। সে যা বলে, তা করে না। অধিনায়ক (রোহিত) কোথাকার? মুম্বাই। অভিষেক নায়ার মুম্বাইয়ের। রোহিতকে জোর করে সামনে আনা হয়েছে। অথচ, জালাজ সাক্সেনার হয়ে কথা বলার কেউ নেই। ও ভালো পারফর্ম করলেও, চুপ করে আছে।’

মনোজ আরও বলেন, ‘বোলিং কোচের কাজ কী? কোচ যা-ই বলে, সে তাতে সায় দেবে। মরনে মরকেল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে এসেছে। অভিষেক নায়ার কলকাতা নাইট রাইডার্সে গম্ভীরের সঙ্গে ছিল। ভারতের প্রধান কোচ জানে, সে (অভিষেক) তার কথার বাইরে যাবে না।’

তিওয়ারি আরও বিশ্বাস করেন, গম্ভীর ও রোহিতের ভেতর সম্পর্ক ভালো যাচ্ছে না। মনোজ বলেন, ‘তারা (গম্ভীর-রোহিত) একসঙ্গে কীভাবে কাজ করবে? রোহিত বিশ্বকাপজয়ী অধিনায়ক আর গম্ভীর কেবল আইপিএলে কলকাতার অধিনায়ক ও মেন্টর হিসেবেই শিরোপা জিতেছেন। গম্ভীর কলকাতাকে একা শিরোপা জেতাননি, আমরা সবাই দল হিসেবে খেলেছি। জ্যাক ক্যালিস, সুনীল নারাইন ও আমি; সবাই দলের সাফল্যে অবদান রেখেছি। কিন্তু ক্রেডিট কে নিয়েছে? এমন একটা পরিবেশ ছিল এবং ব্যক্তিগত সম্পর্কের জেরে গম্ভীর ক্রেডিট নিতে পেরেছে।’