ইংল্যান্ড যুবা দলের নেতৃত্বে ভনের ছেলে

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারী ২০২৫, ১৩:০০
শেয়ার :
ইংল্যান্ড যুবা দলের নেতৃত্বে ভনের ছেলে

ইংল্যান্ড জাতীয় দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন মাইকেল ভন। এবার তার ছেলে আর্চি ভন দেশটির অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হলেন। আর বাবার মতোই দেশকে সাফল্য এনে দিতে চান ২২ গজের লড়াইয়ে।

আর্চির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৯ দলের দক্ষিণ আফ্রিকা সফর। তিনটি এক দিনের ম্যাচ এবং দু’টি আনঅফিসিয়াল টেস্টে মুখোমুখি হবে দু’দেশের যুবারা।

জুনিয়র ভন বলেন, ‘বড়দিনের আগে প্রস্তুতি শিবিরে একটা আভাস পেয়েছিলাম। আমার ক্রিকেটজীবনে এটা বিশেষ মুহূর্ত। এই পর্যায়ে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারাটাই বড় ব্যাপার। তার সঙ্গে দলের নেতৃত্ব পাওয়ার অনুভূতি দুর্দান্ত।’

তিনি আরও বলেছেন, ’১২ মাস আগেও যদি আমাকে কেউ বলত, সমারসেটের প্রথম একাদশে সুযোগ পেয়েছি বা ইংল্যান্ডের নেতৃত্ব পেয়েছি, তা হলে বিশ্বাস করতাম না। সব কিছুই বেশ দ্রুত ঘটে গেল। আমি মাটিতে পা রেখে এগোতে চাই। আরও পরিশ্রম করতে চাই।’

আর্চি বাবার মতো ব্যাটার নন। তিনি অলরাউন্ডার। চলতি মরসুমে সমারসেটের হয়ে চারটি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৩৩.৭১। বল হাতে নিয়েছেন ১৫টি উইকেট। দু’বার পাঁচ উইকেট পেয়েছেন তরুণ অফস্পিনার। গত মে মাসে প্রথম পেশাদার ক্রিকেটে নাম লেখান তিনি। প্রথম বছরেই সাফল্য পেয়েছেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। সমারসেটের হয়ে ৫০ ওভারের ম্যাচও খেলেছেন।

উল্লেখ্য, ইংল্যান্ডকে ৫১টি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন ভন। অধিনায়ক হিসাবে জয় পেয়েছিলেন ২৬টি টেস্টে। তার নেতৃত্বে ২০০৫ সালে অ্যাশেজ সিরিজ জিতেছিল ইংলিশরা।