দুই ম্যাচ নিষিদ্ধ ভিনি
ভ্যালেন্সিয়া গোলরক্ষক স্তোল দিমিত্রিয়েভস্কির মাথায় হাত দিয়ে আঘাত করায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। গত শুক্রবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয়ে লাল কার্ড দেখায় এ শাস্তি দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
এর ফলে ভিনি লাস পালমাস ও রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে রিয়ালের পরবর্তী দুটি লিগ ম্যাচে খেলতে পারবেন না। যদিও অন্য প্রতিযোগিতায় তাকেকে পাচ্ছে রিয়াল।
বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল। এ ম্যাচে খেলতে অসুবিধা নেই ব্রাজিল উইঙ্গারের।
তবে বলা হয়, ভিনির সে ম্যাচে মেজাজ হারিয়ে সরাসরি লাল কার্ড দেখার পেছনে দিমিত্রিয়েভস্কির উসকানি ছিল। ৭৬ মিনিটে মেসিডোনিয়ান এই গোলরক্ষক পেছন থেকে ভিনির চুল টেনে ধরেছিলেন। এরপর আর নিজের মেজাজ ধরে রাখতে পারেননি রিয়াল তারকা। লাল কার্ড দেখার পর রেফারির সোতো গ্রাদোর প্রতি তেড়েফুঁড়েও গিয়েছিলেন।
এদিকে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, আরএফইএফ ডিসিপ্লিনারি কোডের ১০৩ নম্বর অনুচ্ছেদের অধীন দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ চার ম্যাচও নিষিদ্ধ করা হতে পারে। সে হিসাবে কম মাত্রার শাস্তিই পেলেন ভিনি।