বিদায়ের শঙ্কায় মোহামেডান, নকআউট পর্বের পথে আবাহনী

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারী ২০২৫, ১৮:১৬
শেয়ার :
বিদায়ের শঙ্কায় মোহামেডান, নকআউট পর্বের পথে আবাহনী

মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের নকআউট পর্বে ওঠার পথে এগিয়ে গেল আবাহনী লিমিটেড। আবাহনীর হয়ে মোহাম্মদ ইব্রাহিম দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেন।

আজ মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে এই জয় পায় আবাহনী। ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠেছে তারা। আর তিন ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে মোহামেডান নেমে গেছে তিন নম্বরে।

আর এবারের প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছে মোহামেডান। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে শতভাগ সাফল্য নিয়ে শীর্ষে আছে তারা। তবে ফেডারেশন কাপে শুরুতেই দলটি হেরে বসে রহমতগঞ্জের বিপক্ষে। গ্রুপের পরের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৬-০ গোলে বিধ্বস্ত করলেও, ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারল না তারা। ফলে বিদায়ের শঙ্কায় তারা।