নাটকীয় ম্যাচে ইন্টারকে হারিয়ে শিরোপা জিতল এসি মিলান
দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল এসি মিলান। ইতালিয়ান সুপার কাপের ফাইনালে ইন্টার মিলানকে ৩-২ গোলের নাটকীয় হার উপহার দিয়ে শিরোপা জিতল দলটি।
সোমবার রাতে সৌদি আরবের রিয়াদে আল-আওয়াল স্টেডিয়ামে লাউতারো মার্তিনেসের পর মেহদি তারেমি ইন্টারের হয়ে জালের দেখা। তবে দ্বিতীয়ার্ধে থিও এরনঁদেজ ও ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে সমতায় ফেরার পর যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন ট্যামি আব্রাহাম।
ইন্টার প্রথম দল হিসেবে টানা চারবার এই প্রতিযোগিতার শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েও পারল না। ২০১৬ সালের পর প্রথম ও সব মিলিয়ে ইন্টারের সমান আটবার এই শিরোপা জিতল এসি মিলান। সর্বোচ্চ ৯ বার জয়ের রেকর্ড জুভেন্টাসের।
এদিন প্রথমার্ধের যোগ করা সময়ে মার্তিনেসের চমৎকার গোলে এগিয়ে যায় ইন্টার। দ্রুত নেওয়া থ্রো ইন থেকে আক্রমণে উঠে তারেমি বক্সে খুঁজে পান মার্তিনেসকে। প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার জয়সূচক একমাত্র গোলটি করা এই স্ট্রাইকার।
বিরতির পর দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তারেমি। নিজেদের অর্ধ থেকে স্টেফান ডে ভ্রেইয়ের উঁচু করে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ইরানের ফরোয়ার্ড।
চার মিনিট পরই বক্সের ঠিক বাইরে থেকে চমৎকার নিচু ফ্রি-কিকে ব্যবধান কমান ফরাসি ডিফেন্ডার এরনঁদেজ। আর নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে স্কোরলাইন ২-২ করেন পুলিসিক। বাঁ দিক থেকে এরনঁদেজের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে জালে পাঠান যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড। পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে উল্লাসে মেতে ওঠে এসি মিলান। রাফায়েল লেয়াওয়ের চমৎকার পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান ইংলিশ স্ট্রাইকার আব্রাহাম।