বিপিএল /
রংপুর-সিলেট ম্যাচে ছক্কার রেকর্ড
ধুন্ধুমার ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শুরু হলো। যেখানে অ্যালেক্স হেলসের দুর্দান্ত সেঞ্চুরিতে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। যদিও ম্যাচজুড়ে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স ম্যাচে বোলারদের কাঁদিয়ে রান উৎসব করেছেন ব্যাটাররা।
আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসরের নবম ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা সিলেট রনি তালুকদার ও জাকির হাসানের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে। জবাবে ২ উইকেট হারিয়ে ও ৬ বল বাকি থাকতেই ২১০ করে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।
বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। আর সিলেটে হারল দুই ম্যাচেই। এদিন হেলসের ছক্কায় যখন শেষ হয় ম্যাচটি। যেখানে ছক্কার নতুন রেকর্ড দেখে ফেলেছে বিপিএল। ম্যাচে এটি ছিল ৩১তম ছক্কা। বিপিএলে এক ম্যাচে এর আগে ২৯টির বেশি ছক্কা দেখেনি। ২৯ ছক্কার দুই ম্যাচের একটি আবার এবারের বিপিএলেরই। মিরপুরে উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ব্যাটসম্যানরা মেরেছিলেন ২৯টি ছক্কা।
শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন হেলস। এই ইংলিশ ব্যাটার ৫৬ বলে ১০টি চার ও ৭টি চক্কায় ১১৩ করেন। চলমান আসরে কোনো ব্যাটারের এটি তৃতীয় সেঞ্চুরি।