রনি-জাকিরের ফিফটিতে সিলেটের সংগ্রহ ২০৫

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারী ২০২৫, ১৫:২৩
শেয়ার :
রনি-জাকিরের ফিফটিতে সিলেটের সংগ্রহ ২০৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের যাত্রা শুরু হয়েছে। প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। যেখানে প্রথমে ব্যাট করা সিলেট রনি তালুকদার ও জাকির হাসানের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে।

আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসরের নবম ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।

এদিন ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫ ওভারে ৪৭ রান তোলেন রনি তালুকদার ও জর্জ মুন্সে। মুন্সে ১৮ রানে বিদায় নেন। তবে ঝড়ো ফিফটি করেন রনি। তিনি মেহেদী হাসানের বলে আউট হওয়ার আগে ৩২ বলে ৭টি চাপর ও ৩টি ছক্কায় ৫৪ করেন।

তিন নম্বরে নামা জাকির হাসানও হাফসেঞ্চুরির দেখা পান। তিনি ৩৮ বলে ৪টি ছক্কায় ৫০ করে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন। শেষ দিকে ঝড় তোলেন অ্যারন জোন্স ও জাকের আলী। জোন্স ১৯ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন। জাকেরও ৫ বলে ৩টি ছক্কায় ২০ করে অপরাজিত থাকেন।

রংপুর বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট পান সাইফউদ্দিন। আর মেহেদী ও আকিফ জাভেদ একটি করে উইকেট দখল করেন।