ম্যাচের মধ্যে মুল্ডারের সঙ্গে বাবরের তর্কাতর্কি

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারী ২০২৫, ১৪:৪৮
শেয়ার :
ম্যাচের মধ্যে মুল্ডারের সঙ্গে বাবরের তর্কাতর্কি

বাবরের দিকে বল ছুঁড়ে মারেন মুল্ডার। ছবি: সংগৃহীত

কেপ টাউনে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলছে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। গতকাল টেস্টের দ্বিতীয় দিনে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে পাকিস্তানি তারকা ব্যাটার বাবর আজম ও দক্ষিণ আফ্রিকার বোলার উইয়ান মুল্ডারের মধ্যে। 

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩২তম ওভারে ঘটনার সূত্রপাত। মুল্ডারের করা একটি বলে স্ট্রেইট ড্রাইভ করেন বাবর। পরে মুল্ডার বলটি তুলে আগ্রাসী ভঙ্গিতে সরাসরি উইকেট প্রান্তে ছুঁড়ে মারেন। বলটি স্টাম্পের দিকে না গিয়ে আঘাত করে বাবরের প্যাডে। আর স্টাম্প থেকে বেশ খানিকটা দূরেই সরে গিয়েছিলেন বাবর। খালি চোখে দেখেই বোঝা যায়, থ্রো’টি ছিল অপ্রয়োজনীয়। এরপরই শুরু হয় বাবর ও মুল্ডারের কথার লড়াই। পরে পরিস্থিতি সামাল দেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও মাঠের দায়িত্বরত আম্পায়ার। সেই ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

উত্তেজনাকর এমন দিনেও হেসেছে বাবরের ব্যাট। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও এই মাইলফলকে পৌঁছেছেন তিনি। ৮১ রান করে আউট হওয়ার আগে পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে গড়েছেন ২০৫ রানের রেকর্ড জুটি। ফলোঅনে পড়ার পর মাসুদ ও বাবরের ২০৫ রানের জুটিই ওপেনিংয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ। এই দুজন ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকা গ্রায়েম স্মিথ ও নেইল ম্যাকেঞ্জিকে। লর্ডসে ২০০৮ সালে ফলোঅনে পড়ার পর ২০৪ রানের ওপেনিং জুটি গড়েছিলেন এই দুজন। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই সর্বোচ্চ উদ্বোধনী রানের জুটি। এছাড়া প্রথম উইকেটে মাত্র দ্বিতীয় শতাধিক রানের জুটি এটি। 

চলমান এই ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে ৬১৫ রানের পাহাড়সম স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। বিশাল এই রানের পাহাড়ে চাপা পড়ে ১৯৪ রানেই অলআউট হয় শান মাসুদের পাকিস্তান। প্রথম ইনিংসে ৪২১ রানে পিছিয়ে থাকায় পাকিস্তানকে ফলোঅন করায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই দুর্দান্ত জুটিটি গড়েন মাসুদ-বাবর। ১ উইকেট হারিয়ে ২১৩ রান তুলে তৃতীয় দিন শেষ করে পাকিস্তান। ১৬৬ বলে ১০২ রান করে অপরাজিত আছেন অধিনায়ক মাসুদ। আরেক পাশে ৮ রানে অপরাজিত নাইটওয়াচম্যাচ খুররম শেহজাদ। ইনিংস হার এড়াতে পাকিস্তানের এখনো ২০৮ রান প্রয়োজন।

দিনশেষে বাবর বলেছেন, ‘দুই ইনিংসেই ভালো ব্যাট করেছি আমি, তারপর দুর্ভাগ্যজনকভাবে একটি ভুল করে ফেলি। এটা খুবই হতাশার কারণে আমি ভালো শুরু করেছি কিন্তু শেষটা ভালোভাবে করতে পারিনি। দুর্ভাগ্যজনকভাবে ব্যাটার হিসেবে আপনি অসংখ্য ভুল করবেন।’