রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বিষয়ে প্রেস উইং
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গতকাল রবিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
ঘোষণাপত্র নিয়ে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। কবে নাগাদ জানতে চাইলে প্রেস সচিব বলেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ ঠিক হয় নাই। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণা দেওয়ার দাবির বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমরা বলেছি, কয়েক দিনের মধ্যে এই ঘোষণা দেওয়া হবে। আমাদের কাজ চলমান।
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তে গতি বেড়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটা টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। আশা করছি, পিবিআই ভালো কিছু করতে পারবে।
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল
গণমাধ্যমকর্মীদের আয়নাঘর ঘুরিয়ে দেখানো হবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, শেখ হাসিনার পাপাচারের শেষ নেই। আমাদের কাজ অনেক। জুলাই-আগস্টের ভয়াবহতার নিয়ে কাজ করছি। আপনারা জানেন, গুমের বিষয়ে একটা কমিশন করে দেওয়া হয়েছে। তারা খুব ভালোভাবে কাজ করছে। আপনাদের আয়নাঘরে ভিজিটের ব্যবস্থা করব। আপনারা দেখতে পাবেন কী ভয়াবহভাবে তাদের আটকে রাখা হতো।
আরও পড়ুন:
কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম