ভারতকে ‘কটাক্ষ’ করে কনস্টাসকে নিয়ে মুগ্ধতা কামিন্সের

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারী ২০২৫, ১৮:০২
শেয়ার :
ভারতকে ‘কটাক্ষ’ করে কনস্টাসকে নিয়ে মুগ্ধতা কামিন্সের

কী দুর্দান্ত এক অভিষেক সিরিজ কাটালেন অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী তরুণ স্যাম কনস্টাস! প্রায় ১০ বছর পর অজিদের বর্ডার-গাভাস্কার ট্রফিজয়ী দলের সদস্য হয়েছেন তিনি। শেষ ২ ম্যাচে খেললেও সিরিজে বহুল আলোচিত এই তরুণ। উইকেটের খুব কাছে ফিল্ডিং করায় ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে মিথস্ক্রিয়াও তার হয়েছে অনেক। মেলবোর্নে ভারতের বিরাট কোহলির সঙ্গে কাঁধের সেই ধাক্কার পর সিডনিতে জাসপ্রিত বুমরাহর সঙ্গে বিবাদে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন কনস্টাস। 

কনস্টাসকে নিয়ে কড়া কথাই বলেছে ভারতের গণমাধ্যমগুলো। কনস্টাসের সঙ্গে বুমরাহর বিবাদে অস্ট্রেলিয়ান এই তরুণেরই দায় দিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। তবে নিজ দলের ক্রিকেটারের পাশে নেতার মতোই দাঁড়ালেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। নিজের কাজ যেভাবে কনস্টাস করে গেছেন, তাতে মুগ্ধ হয়েছেন কামিন্স। 

সিডনি টেস্টের প্রথম দিনে কনস্টাস ও বুমরাহর মধ্যে উত্তপ্ত বাক্য-বিনিময় হয়। পরে আরেক অজি ওপেনার উসমান খাজাকে আউট করলেও কনস্টাসের দিকে ফিরে রুদ্রমূর্তি উদযাপন করেন বুমরাহ। এই ঘটনায় কনস্টাসের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়েন অজি অধিনায়ক অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। 

এবার সংবাদ সম্মেলনে এসে কামিন্স বলেন, ‘প্রথমত, স্পষ্টতই আইসিসি এসবের জন্য নিয়ম তৈরি করেছে এবং শাস্তি নির্ধারণ করেছে। আমরা দেখেছি মেলবোর্নে বিরাটের ২০ শতাংশ জরিমানা হয়েছে, তারা (আইসিসি) এভাবেই (শাস্তির মাত্র) ভেবেছিল। তাই স্পষ্টত এই মান নিয়েই তারা খুশি।’

অস্ট্রেলিয়ান অধিনায়ক কনস্টাসের কর্মকাণ্ড নিয়ে বলেন, ‘স্যাম সম্পর্কে বলতে গেলে...আমি আমি সত্যিই মুগ্ধ হয়েছি যে সে কীভাবে ব্যাপারগুলো মোকাবেলা করেছে। আমি মনে করি মানুষ ভুল করে আত্মবিশ্বাস হারায়, তখন গালি দেয় বা ধমক দেওয়ার চেষ্টা করে। আপনাকে কাঁধ উঁচিয়ে হাঁটার এবং কিছু ক্রিকেট শট খেলার অনুমতি দেওয়া হয়েছে। আমি এটাকে বেআইনি মনে করি না। তবে কিছু লোক সত্যিই এটাকে অপরাধ মনে করে এবং তাকে দমিয়ে রাখতে চায়।’ স্পষ্টতই এখানে ভারতকে ইঙ্গিত করেছেন তিনি।

কামিন্স আরও বলেন, ‘আমাদের জন্য, এবং আমরা আমাদের সমস্ত খেলোয়াড়দের জন্য একই কথা বলি, সবসময় নিজের মতোই আচরণ করো, নিজের যেটা সবচেয়ে ভালো মনে হয় সেটাই করো এবং নিজে যেভাবে খেলতে চাও। যখনই প্রয়োজন হয়েছে, সে (কনস্টাস) নিজের কাজটা করেছে।’

এর আগে, ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান কোচ ম্যাকডোনাল্ড অভিযোগ করেন, কনস্টাসকে ভয় দেখানো হয়েছে। পরে গম্ভীর বলেন, ‘দেখুন, এটি কঠিন একটি খেলা। শক্ত মনের ছেলেরাই এটি খেলে। আপনি অত বেশি কোমল হতে পারবেন না। যতটা সহজভাবে নিতে পারেন সেটাই ভালো। আমি মনে করি না এতে ভয় দেখানোর কিছু ছিল।’