‘বর্ডার-গাভাস্কার’ ট্রফি তুলে দিতে না ডাকায় হতবাক গাভাস্কার

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারী ২০২৫, ১৬:৪৩
শেয়ার :
‘বর্ডার-গাভাস্কার’ ট্রফি তুলে দিতে না ডাকায় হতবাক গাভাস্কার

অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার ও ভারতের সুনীল গাভাস্কারের নামের কারণে দুই দেশের ৫ ম্যাচের টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে ‘বর্ডার-গাভাস্কার ট্রফি’। আজ আরও একটি ‘বর্ডার-গাভাস্কার ট্রফি’ শেষ হয়েছে। ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। 

আজ রবিবার সিডনিতে সিরিজ জয়ের পর অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সের হাতে ট্রফি তুলে দেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার বর্ডার। যদিও মাঠেই ছিলেন গাভাস্কার। বাউন্ডারি দড়ির বাইরে একাই দাঁড়িয়ে ছিলেন ভারতের সাবেক এই অধিনায়ক। ট্রফি তুলে দেওয়ার সময় ‘ক্রিকেট অস্ট্রেলিয়া’ তাকে না ডাকায় হতবাক হয়েছেন গাভাস্কার। 

‘ক্রিকেট অস্ট্রেলিয়া’র পরিকল্পনা ছিল, যদি সিরিজটি অস্ট্রেলিয়া জেতে তাহলে সেটি বর্ডারের মাধ্যমে তুলে দেওয়া হবে। আর যদি অলৌকিকভাবে ভারত সিরিজটি ড্র করে, তাহলে ট্রফি তুলে দেবেন গাভাস্কার। তবে এই তথ্যটি জানতেন না গাভাস্কার। তাই বিষয়টি কষ্ট দিয়েছে তাকে। 

গাভাস্কার বলেন, ‘প্রেজেন্টেশনের ওখানে আমাকে ডাকা হলে আমি অবশ্যই খুশি হতাম। সর্বোপরি এটা বর্ডার-গাভাস্কার ট্রফি এবং এটা অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার সিরিজ। ...আমি বলতে চাচ্ছি, আমিতো মাঠেই ছিলাম। প্রেজেন্টেশনের ক্ষেত্রে অস্ট্রেলিয়া জিতল কি না সেটি আমার কাছে বড় কোনো পার্থক্য তৈরি করে না। তারা ভালো খেলেছে তাই জিতেছে। তাতে কোনো সমস্যা নেই। আমি শুধু ভারতীয় হওয়াতেই (আমাকে ট্রফি তুলে দিতে ডাকা হলো না)! আমার ভালো বন্ধু অ্যালান বর্ডারের সঙ্গে ট্রফি তুলে দিতে পারলে খুবই খুশি হতাম।’

১৯৯৬-৯৭ সাল থেকেই বর্ডার-গাভাস্কার ট্রফি খেলে আসছে ভারত ও অস্ট্রেলিয়া। ধীরে ধীরে টেস্ট ক্রিকেটের বড় বিজ্ঞাপন হয়ে উঠছে সিরিজটি। দর্শকসংখ্যায় এবার তো হয়েছে নতুন রেকর্ডও।