বাংলাদেশের লিগে এক ম্যাচে বোয়াটেংয়ের ৬ গোল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ঢাকা ওয়ান্ডারার্সের জালে গোল উৎসব করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। একে একে ছয়বার প্রতিপক্ষের জালে বল জড়ায় রহমতগঞ্জ। সবকয়টি গোলই এসেছে রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেংয়ের থেকে।
আজ শনিবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে বোয়াটেংয়ের ডাবল হ্যাটট্রিকের সুবাদেই ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-১ গোলে উড়িয়ে দেয় রহমতগঞ্জ। ওয়ান্ডারার্সের হয়ে একমাত্র গোলটি করেন সাইফ সামসুদ।
দিনের আরেক ম্যাচে ২০ মিনিট পর ১০ জনের দলে পরিণত হওয়া মোহামেডান ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। সাদা-কালো জার্সিধারীদের হয়ে গোল দেন মনজির কুলদিয়াতি, এমানুয়েল সানডে ও সৌরভ দেওয়ান। লিগে এটি আলফাজ আহমেদের দলের টানা ৬ জয়।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে মোহামেডান। ২০তম মিনিটে মারাত্মক ফাউলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখেন মোহামেডানের শাকিল আহাদ তপু। প্রথমার্ধে কোনো দলই গোল আদায় করতে পারেনি।
---জয়রথ উড়ছে মোহামেডানের। ছবি: বাফুফে
দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় মোহামেডান। মোজাফ্ফরভের কর্নারে গোল দেন কুলদিয়াতি। ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আলফাজের শিষ্যরা। আরিফ হোসেনের আড়াআড়ি ক্রসে আলতো টোকায় বল জালে জড়ান সানডে। ৬৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সৌরভ দেওয়ান। ৮৫তম মিনিটে আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন চট্টগ্রাম আবাহনীর সেলিম রেজা। ৯০তম মিনিটে ম্যাচের শেষ ও নিজের দ্বিতীয় গোল আদায় করেন সুমন।
আজ ৬ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে সবার ওপরে পৌঁছে গেছেন রহমতগঞ্জের বোয়াটেং। ১০টি গোল তার। ৬ গোল নিয়ে দুইয়ে ব্রাদার্স ইউনিয়নের চেক সিনে। বর্তমানে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে মোহামেডান। আর ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আবাহনীকে তৃতীয় স্থানে নামিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রহমতগঞ্জ।