রোহিতের মতো নিজেকে বাদ দিয়েছিলেন গম্ভীরও
দ্বিতীয় সন্তানের জন্মের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। পরের তিন ম্যাচে ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন তিনি। এই সময়ে মাত্র ৩১ রান করেন তিনি। পরে সিডনি টেস্টে নিজেই একাদশ থেকে সরে দাঁড়ান ভারত অধিনায়ক। দলকে নেতৃত্ব দেন জাসপ্রিত বুমরাহ।
সিডনি টেস্টের আগের দিনও রোহিত একাদশে থাকবেন কি না সেই ব্যাপারে নিশ্চয়তা দেননি ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। এই গম্ভীরও অধিনায়ক থাকা অবস্থায় একবার নিজেকে একাদশের বাইরে রেখেছিলেন।
গম্ভীরের ঘটনা অবশ্য জাতীয় দলে নয়। এই ঘটনা তিনি ঘটিয়েছেন ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলে। ২০১৮ সালের আসরে দিল্লির তখনকার ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক ছিলেন তিনি। সেই আসরে ব্যাট হাতে তো বটেই, অধিনায়ক হিসেবেও চরম ব্যর্থ হচ্ছিলেন গম্ভীর।
আসরে প্রথম ৬ ম্যাচে মাত্র ৮৫ রান করেন গম্ভীর। দিল্লি যেখানে জয় পায় মাত্র ১ ম্যাচে, হারে ৫টিতেই। এরপর অধিনায়কত্ব দেওয়া হয় তরুণ শ্রেয়াস আইয়ারকে। দায়িত্ব নিয়েই কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দেন তিনি। পরে আইয়ারই জানিয়ে দেন, গম্ভীর নিজেই নিজেকে একাদশের বাইরে রেখেছেন।
ম্যাচ শেষে আইয়ার বলেছিলেন, ‘সত্যি বলতে আমি কোনো সিদ্ধান্ত নেইনি। তাকে (গম্ভীর) বাদ দেওয়ার সিদ্ধান্ত আমার ছিল না। সে নিজেই (একাদশের) বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। আগের ম্যাচগুলোতে অধিনায়ক থাকা সত্ত্বেও যেটা সত্যিই সাহসী সিদ্ধান্ত ছিল।...তার প্রতি শ্রদ্ধা সত্যিই অনেক বেড়ে গেছে।’
বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে এটাও জানা যায়, নিজের খারাপ পারফরম্যান্সের কারণে দিল্লি থেকে সেবার ২ কোটি ৮০ লাখ রুপি না নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন গম্ভীর।