বুমরাহর চেয়েও যেখানে খারাপ ব্যাটার কোহলি
ব্যাট হাতে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির রানখরা চলছেই। বিশেষ করে টেস্টের প্রথম ইনিংসে। আজ শুক্রবারও সিডনি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৭ রান করে বিদায় নিয়েছেন কোহলি। গত বছরও ব্যাট হাতে প্রথম ইনিংসে চরম ব্যর্থ ছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে টেস্টের প্রথম ইনিংসে কোহলির রানগড় জাসপ্রিত বুমরাহর চেয়েও কম।
আজ অস্ট্রেলিয়ান পেসার স্কট বোল্যান্ডের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মারতে গিয়ে স্লিপে ক্যাচ উঠিয়েছেন কোহলি। ২০২১ সালের পর এই নিয়ে ২২তম বারের মতো পেসারদের করা অফ স্টাম্পের বাইরের বলে আউট হলেন কোহলি। এই বলে তার দুর্বলতার কথা এখন সবারই জানা।
২০২৪ সালে প্রথম ইনিংসে কোহলির রানগড় মাত্র ৭। সবশেষ বছরে নূন্যতম ৫ ইনিংস ব্যাট করা ক্রিকেটারদের মধ্যে যা দ্বিতীয় সর্বনিম্ন। যেখানে মূলত বোলার বুমরাহর ব্যাটিং গড়ও ১০। কোহলির চেয়ে কম গড় কেবল দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজের (৫.৪)। প্রোটিয়া এই ক্রিকেটারের মূল কাজও বোলিং।
এছাড়াও ২০২৪ সালে টেস্ট খেলা এবং প্রথম ইনিংসে সর্বনিম্ন ২০ রান আছে এমন ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বনিম্ন গড়ও কোহলির। প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেটারদের রানগড়ের একটি তালিকা নিচে দেওয়া হলো-
*রবীন্দ্র জাদেজা - রান: ২১৪, গড়: ৫৬.০০, ইনিংস: ৪
*যশস্বী জয়সওয়াল - রান: ২৯৮, গড়: ৪২.৫৭, ইনিংস: ৭
*রবিচন্দ্রন অশ্বিন - রান: ১৯২, গড়: ৩৮.৪০, ইনিংস:
*ঋষভ পন্ত - রান: ১৫৭, গড়: ৩১.৪০, ইনিংস: ৫
*রোহিত শর্মা - রান: ১৫৬, গড়: ৩১.২০, ইনিংস: ৫
*সরফরাজ খান - রান: ৬২, গড়: ৩১.০০, ইনিংস: ২
*ধ্রুব চাঁদ জুরেল - রান: ৫৭, গড়: ২৮.৫০, ইনিংস: ২
*নীতিশ কুমার রেড্ডি - রান: ৮৩, গড়: ২৭.৬৬, ইনিংস: ৩
*শ্রেয়াস আইয়ার - রান: ২৭, গড়: ২৭.০০, ইনিংস: ১
*অক্ষর প্যাটেল - রান: ২৭, গড়: ২৭.০০, ইনিংস: ১
*রজত পতিদার - রান: ৩৭, গড়: ১৮.৫০, ইনিংস: ২
*শুভমান গিল - রান: ৮৫, গড়: ১৭.০০, ইনিংস: ৫
*কেএল রাহুল - রান: ৮৩, গড়: ১৬.৬০, ইনিংস: ৫
*জসপ্রিত বুমরাহ - রান: ৬০, গড়: ১০.০০, ইনিংস: ৭
*বিরাট কোহলি - রান:৩৫, গড়: ৭.০০, ইনিংস: ৫