হলোকাস্ট থেকে বেঁচে ফেরা সবচেয়ে বয়স্ক অলিম্পিক পদকজয়ীর মৃত্যু

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারী ২০২৫, ১৪:৩৫
শেয়ার :
হলোকাস্ট থেকে বেঁচে ফেরা সবচেয়ে বয়স্ক অলিম্পিক পদকজয়ীর মৃত্যু

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী অলিম্পিক পদকজয়ী অ্যাগনেস কেলেটি মারা গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হলোকাস্ট থেকে বেঁচে গিয়েছিলেন তিনি। মৃত্যুকালে কেলেটির বয়স হয়েছিল ১০৩ বছর। 

পাঁচবারের চ্যাম্পিয়ন হাঙ্গেরিয়ান জিমন্যাস্ট কেলেটি ১৯৫২ সালের হেলসিংকি অলিম্পিকে ৩১ বছর বয়সে প্রথমবারের মতো স্বর্ণ জিতেছিলেন। পরে ১৯৫৬ সালে মেলবোর্নে আরও চারটি স্বর্ণপদক জেতেন তিনি। নারী হিসেবে সবচেয়ে বেশি বয়সে স্বর্ণ জয়ের রেকর্ডও তার। 

৫টি স্বর্ণসহ মোট ১০টি অলিম্পিক পদক জেতেন কেলেটি। দ্বিতীয় সফলতম হাঙ্গেরিয়ান ক্রীড়াবিদ এই নারী। ১৯২১ সালে দেশটির রাজধানী বুদাপেস্টে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৪০ সালে প্রথমবারের মতো হাঙ্গেরিয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি। কিন্তু সেই বছরের পরে ইহুদি বংশোদ্ভূত হওয়ার কারণে তাকে সমস্ত ক্রীড়া কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

হাঙ্গেরিয়ান অলিম্পিক কমিটির (এইচওসি) তথ্যানুসারে, ১৯৪৪ সালের মার্চে নাৎসি বাহিনী হাঙ্গেরি দখল করার পর প্রাণে বাঁচতে কেলেটি তখন নিজেকে খ্রিস্টান নারী পরিচয় দেন। কেলেটি কাগজপত্র নকল করে বুদাপেস্টের দক্ষিণে একটি গ্রামে লুকিয়ে নাৎসি মৃত্যু শিবিরে (ডেথ ক্যাম্প) নির্বাসন থেকে পালিয়েছিলেন। আউশভিটজ ডেথ ক্যাম্পে তার বাবা এবং বেশ কয়েকজন আত্মীয় সেসময় মারা যান।

মেলবোর্ন অলিম্পিকের এক বছর পর কেলেটি ইসরায়েলে বসতি স্থাপন করেন। সেখানে জিমন্যাস্টিকসের কোচিং করান এবং পরবর্তীতে বিয়ে করেন। তার দুই সন্তান রয়েছে। বিবিসর খবর অনুযায়ী, কেলেটি গতকাল বৃহস্পতিবার বুদাপেস্টের একটি সামরিক হাসপাতালে মারা যান। যেখানে তার হৃদযন্ত্র এবং শ্বাসকষ্টের চিকিৎসা হচ্ছিল। আগামী ৯ জানুয়ারি তার বয়স হতো ১০৪ বছর।