ভারত অলআউট ১৮৫ রানে, বুমরাহ-কনস্টাসের বিবাদ

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারী ২০২৫, ১৩:৩৮
শেয়ার :
ভারত অলআউট ১৮৫ রানে, বুমরাহ-কনস্টাসের বিবাদ

সিডনিতেও ব্যাটিংয়ের দুরবস্থা কাটাতে পারল না ভারত। ব্যাটিং ব্যর্থতায় মেলবোর্ন টেস্টে হারতে হয়েছিল সফরকারীদের। সিডনিতেও অস্ট্রেলিয়ার পেসারদের তোপে প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানেই অলআউট হয়েছে ভারত। শেষ বিকেলে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়াও। এই সময়ে তরুণ অজি ওপেনার স্যাম কনস্টাসের সঙ্গে বিবাদে জড়ান জাসপ্রিত বুমরাহ। 

ভারতের ১৮৫ রান অতিক্রম করার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামেন উসমান খাজা ও কনস্টাস। বুমরাহর করা ইনিংসের প্রথম বলেই মিডউইকেট দিয়ে চার আদায় করেন তরুণ কনস্টাস। প্রথম দুই ওভারে কোনো বিপদ না ঘটলেও বুমরাহর করা তৃতীয় ওভারের শেষ বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন খাজা। উইকেট খাজার পেলেও বুমরাহ ঘুরে নন স্ট্রাইকে থাকা কনস্টাসের দিকে তাকিয়ে অগ্নিমূর্তি দেখান। ১ উইকেট হারিয়ে ৯ রান তুলে প্রথম দিন শেষ করা অস্ট্রেলিয়া এখনো ভারতের চেয়ে ১৭৬ রান পিছিয়ে। 

সিডনিতে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ এই ম্যাচে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে টস করতে আসেন বুমরাহ। ব্যাটিং ব্যর্থতার কারণে নিজেই একাদশ থেকে নিজেকে সরিয়ে নেন রোহিত। এছাড়া পেসার আকাশ দীপের পরিবর্তে জায়গা হয় আরেক পেসার প্রসিদ্ধ কৃষ্ণার। অন্যদিকে, আগেই জানা ছিল অস্ট্রেলিয়ার একাদশে মিচেল মার্শের পরিবর্তে এই ম্যাচে খেলতে যাচ্ছেন বিউ ওয়েবস্টার। 

টস জিতে বুমরাহর ব্যাটিং করতে চাওয়ার বুমরাহর সিদ্ধান্তকে শুরুতেই ভুল প্রমাণ করেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুল। ১৭ রানের মধ্যেই বিদায় নেন এই দুজন। উইকেটে নেমে প্রথম বলেই বিদায়ের সম্ভাবনা জাগলেও তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে বেঁচে যান বিরাট কোহলি। তবে তিনে নামা শুভমান গিলকে নিয়ে প্রাথমিক বিপদ সামাল দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি কোহলি। ৫৭ রানে গিলের (২০) বিদায়ের পর সেই একই ভঙ্গিতে (অফ স্টাম্পের বাইরের বলে) দলীয় ৭২ আউট হন কোহলি (১৭)।

 ---ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন পান্ত। ছবি: বিসিসিআই

পঞ্চম উইকেটে রিশাভ পান্ত ও রবীন্দ্র জাদেজা দলকে এগিয়ে নিতে থাকলেও ৪৮ রানের বেশি যোগ করতে পারেননি। পান্ত যখন ৯৮ বলে ৪০ রান করে আউ হন তখন ভারতের রান ১২০। এদিন গোল্ডেন ডাক মারেন আগের টেস্টের সেঞ্চুরিয়ান নীতীশ কুমার রেড্ডি। একপাশ আগলে রেখে জাদেজা চেষ্টা করলেও ৯৫ বলে ২৬ রান করে থামতে হয়েছে তাকে। ভারত ১৮৫ রানে পৌঁছায় শেষদিকে বুমরাহ ১৭ বলে ২২ রান করলে। 

অস্ট্রেলিয়া হয়ে বল হাতে আগুনের ফুলকি ছিটিয়েছেন স্কট বোল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২০ ওভার বল করে ৮ মেডেনসহ মাত্র ৩১ রান দিয়ে তুলে নেন জয়সোয়াল, কোহলি, পান্ত ও রেড্ডির উইকেট। বাকি ৬টি উইকেটের ৩টি মিচেল স্টার্ক, ২টি অধিনায়ক কামিন্স ও একটি নেন নাথান লায়ন।