‘সবচেয়ে ভালো জানা’ রোনালদোর মন্তব্যে অবাক রদ্রি
২০২৪ সালে ফ্রান্স ফুটবল কর্তৃক বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর উঠেছে ম্যানচেস্টার স্প্যানিশ খেলোয়াড় রদ্রির হাতে। যদিও পুরস্কার ঘোষণার আগে বেশিরভাগ মানুষই ধরে নিয়েছিলেন, ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। তাই পুরস্কার ঘোষণার পর সেটি নিয়ে উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়।
সমালোচনার ঝড়ে যোগ দিয়ে পুরস্কারটির পাঁচবারের চ্যাম্পিয়ন ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন, ভিনিকে এবারের পুরস্কারটি না দেওয়া অন্যায্য হয়েছে। তবে রোনালদো পুরস্কারটি সম্পর্কে সবচেয়ে ভালো জানেন উল্লেখ করে তার মন্তব্যে অবাক হয়েছেন বলে জানিয়েছেন রদ্রি।
গত বছরের শেষের দিকে দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্যালন ডি’অর নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে রোনালদো বলেছিলেন, ‘নিজেদের ক্যারিয়ার নিয়ে এখন ভিনিসিউস, (জুডে) বেলিংহাম, লামিন (ইয়ামাল) খুব ভালো করছে। আমার মতে গোল্ডেন বল ভিনির প্রাপ্য ছিল। এখানে সবার সামনেই বলছি, এটা অন্যায্য হয়েছে।’
ক্লাব ফুটবলে সাদামাটা পারফর্ম করলেও জাতীয় দল স্পেনের হয়ে রদ্রি জেতেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এটাই তার ব্যালন ডি’অর জয়ে বড় প্রভাব রেখেছে। এ নিয়ে রোনালদোর ভাষ্য, ‘তারা এটা রদ্রিকে দিয়েছে, এটা তারও প্রাপ্য ছিল। তবে আমি মনে করি, চ্যাম্পিয়নস লিগ জেতায় এটা ভিনিকে দেওয়া উচিত ছিল।’
রোনালদো এমন মন্তব্যের জবাবে রদ্রি বলেছেন, ‘ঠিক আছে, তবে এটি সত্যিই আশ্চর্যজনক ছিল। কারণ এই পুরস্কারটি কীভাবে কাজ করে এবং সর্বোপরি, বিজয়ী কীভাবে নির্বাচিত হয়; সেটা যে কারো চেয়ে তিনি ভালো জানেন। এ বছর সাংবাদিকরা ভোট দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন আমাকেই জেতাবেন। সম্ভবত, এই একই সাংবাদিকরা এক সময়ে তাকে (রোনালদো) ভোট দিয়ে জিতিয়েছিলেন। এবং আমি মনে করি, তখন তিনি মেনে নিয়েছিলেন।’