গিলসহ ৪ ভারতীয় ক্রিকেটারকে তলব করল সিআইডি
আর্থিক কারসাজিতে জড়িত থাকার অভিযোগে কিছুদিন আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে। যদিও পরে সেই পরোয়ানা স্থগিত করা হয়। এবার আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটার শুভমান গিলসহ ৪ ভারতীয় ক্রিকেটারকে তলব করেছে গুজরাটের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ভারতীয় ক্রিকেটার গিল আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে খেলেন। অভিযুক্ত বাকি ৩ ক্রিকেটারও গুজরাটে খেলেন। তারা হলেন- সাই সুদর্শন, মোহিত শর্মা ও রাহুল তেওয়াতিয়া। গুজরাটভিত্তিক পত্রিকা আহমেদাবাদ মিরর এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গিল, সুদর্শন, মোহিত ও তেওয়াতিয়া একটি আর্থিক পরিষেবা কোম্পানিতে বিপুল অর্থ বিনিয়োগ করেছিলেন। সেই প্রতিষ্ঠানটির নাম বিজেড ফিন্যান্সিয়াল সার্ভিসেস। এর মধ্যে গিল সর্বোচ্চ ১ কোটি ৯৫ লাখ রুপি বিনিয়োগ করেন। তবে খতিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রতারণা করে আসছে। অর্থাৎ, নতুন বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ আদায় করে পুরোনো বিনিয়োগকারীদের ফিরিয়ে দেওয়া হয়।
---শুভমান গিল ও সাই সুদর্শন। ছবি: সংগৃহীত
বিজেড ফিন্যান্সিয়াল সার্ভিসেস জনসাধারণকে ভালো সুদহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু যখন বিনিয়োগকারীরা বুঝতে পারেন কোম্পানিটি তাদের সঙ্গে প্রতারণা করছে, তখন তারা পুলিশের কাছে অভিযোগ জানান। এই অভিযোগে প্রতিষ্ঠানটির ধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভূপেন্দ্রসিং জালাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনিই সিআইডিকে গিল, সুদর্শন, মোহিত ও তেওয়াতিয়ার নাম বলেন।
ভারতের হয়ে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন গিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে বর্তমানে সেদেশে আছেন তিনি। তবে তবে সুদর্শন, মোহিত ও তেওয়াতিয়া ভারতেই আছেন। এর মধ্যে সুদর্শন ও মোহিত ভারত জাতীয় দলের হয়ে খেললেও তেওয়াতিয়া এখনো ‘ব্লু’ জার্সি গায়ে জড়াননি।