সৈকত ‘সত্যিই দুর্দান্ত’ কাজ করেছেন, বললেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার
স্নিকোমিটারে ধরা পড়েনি বল ও গ্লাভসের স্পর্শ, তারপরও যশস্বী জয়সোয়ালকে আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। মেলবোর্নে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ টেস্টের গুরুত্বপূর্ণ সময়ে এমন সিদ্ধান্ত দিয়ে আলোচনার কেন্দ্রে আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি এই আম্পায়ার। তবে সৈকতের এমন সিদ্ধান্তকে দুর্দান্ত বলে আখ্যায়িত করেছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।
টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৪০ রানের জবাবে চতুর্থ ইনিংসে ব্যাট করছিল ভারত। তবে অত রান অতিক্রম করা যাবে না তাই ড্রয়ের জন্যই খেলছিল সফরকারীরা। তখনো পঞ্চম দিনের ২১.২ ওভারের খেলা বাকি। টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার ৪ উইকেট। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে এরই মধ্যে প্রতিরোধ গড়ে তুলেছেন জয়সোয়াল। তবে প্যাট কামিন্সের বলে সব এলোমেলো হয়ে যায়।
৭১তম ওভারের পঞ্চম বলে বাউন্ডার দেন কামিন্স। সেটি হুক করতে যান জয়সোয়াল। তবে ব্যাটে-বলে করতে পারেননি ভারতীয় ওপেনার। গ্লাভসের একদম কাছ ঘেষে সেটি চলে যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। সঙ্গে সঙ্গে আউটের আবেদন করেন অজি ক্রিকেটাররা। তবে মাঠের আম্পায়ার সেই আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন কামিন্স। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে ছিলেন সৈকত। প্রযুক্তি ব্যবহার করে তিনি দেখেন, স্নিকোমিটারে কোনো স্পাইক হয়নি। এছাড়া শটের কোনো শব্দও পাওয়া যায়নি। তবে গতিপথ পরিবর্তন হয়েছে বলের। তাই, প্রযুক্তির ওপর নির্ভর না করে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন বাংলাদেশি এই আম্পায়ার।
জয়সোয়ালের আউটের সিদ্ধান্তে সৈকত ভারতীয়দের অনেকেরই চক্ষুশূল হয়েছেন। যদিও পক্ষেও দাঁড়িয়েছেন অনেকে। বাংলাদেশি এই আম্পায়ারের পক্ষেই কথা বলেছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ক্যারি।
পঞ্চম টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে ক্যারি বলেন, ‘হ্যাঁ, (আউট নিয়ে) আমার কোনো সন্দেহ ছিল না। এবং আমি মনে করি (আউটের) প্রমাণ এতই বেশি স্পষ্ট ছিল যে তৃতীয় আম্পায়ার (সৈকত) সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, এই সিরিজে স্নিকো কিছুটা হাস্যকর আচরণ করেছে। তাই, যত প্রমাণ আপনি পাবেন, সব একত্র করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় তৃতীয় আম্পায়ার সত্যিই দুর্দান্ত কাজ করেছেন।’
মেলবোর্নে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৪০ রানের লক্ষ্যে ১৫৫ রানেই অলআউট হয় ভারত। ব্যাটে-বলে দারুণ অবদান রেখে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন প্যাট কামিন্স। বর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম ও শেষ ম্যাচ শুরু হবে আগামী ৩ জানুয়ারি। শেষ ম্যাচের ভেন্যু সিডনি ক্রিকেট গ্রাউন্ড।