উথাপ্পার গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশ

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারী ২০২৫, ১২:১৭
শেয়ার :
উথাপ্পার গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশ

ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের একটি আদালত। উথাপ্পার দ্বারা পরিচালিত একটি পোশাক কারখানার কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর, আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে উথাপ্পাকে প্রায় ২৪ লাখ রুপি বকেয়া পরিশোধ করতে হবে। নইলে তাকে গ্রেপ্তারের মুখোমুখি হতে হবে।

অবশেষে গ্রেপ্তারি পরোয়ানার উপর স্থগিতাদেশ দিল কর্নাটক হাইকোর্ট। গত ২১ ডিসেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আঞ্চলিক পিএফ কমিশনার সদাক্ষরী গোপাল রেড্ডি। তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাবেক ক্রিকেটার। কর্নাটক হাইকোর্টের রায় উথাপ্পাকে স্বস্তি দিল।

উথাপ্পা বেঙ্গালুরু-ভিত্তিক সেন্টোরাস লাইফস্টাইল ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেডের পরিচালক। তার বিরুদ্ধে অভিযোগ সংস্থাটি প্রায় ২৩ লক্ষ ৩৬ হাজার ৬০২ রুপি ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হয়েছে। এই টাকা ভারতের সাবেক এই ক্রিকেটারের থেকে আদায় করা হবে। মূলত, ৩৯ বছর বয়সী সাবেক এই ব্যাটারের বিরুদ্ধে অভিযোগ, কারখানার কর্মচারীদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল কেটে নেওয়া হলেও সেটি অ্যাকাউন্টে জমা করা হয়নি।

ভারতের হয়ে উথাপ্পা ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৪৬টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি। ওয়ানডেতে ৬টি হাফ সেঞ্চুরিসহ ৯৩৬ রান করেছেন তিনি। এছাড়া ১৩ টি-টোয়েন্টিতে তার রান ২৪৯। যদিও তার রানগড় খুব একটা ভালো নয়। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে জিতেছেন শিরোপাও।