রুনির ক্যারিয়ারে আরেক ধাক্কা

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারী ২০২৫, ০৯:১৩
শেয়ার :
রুনির ক্যারিয়ারে আরেক ধাক্কা

ওয়েন রুনি খেলোয়াড়ি ক্যারিয়ারে নিজেকে প্রমাণ করেছেন  কিন্তু কোচিং অধ্যায়ে হালে পানি পাচ্ছেন না ইংলিশ কিংবদন্তি স্ট্রাইকার। কোনো ডাগ আউটে থিতু হতে পারছেন না তিনি। সবশেষ দ্বিতীয় স্তরের দল প্লিমিথ অর্গাইলে দায়িত্ব পালন করছিলেন রুনি। কিন্তু ২৫ ম্যাচ ও ৭ মাসেই থেমে গেল তার এই যাত্রা। গতকাল রুনিকে ছাঁটাই করেছে ক্লাব প্রশাসন। তিন বছরে এটা ছিল রুনির চতুর্থ ক্লাব।

যদিও ক্লাবের তরফ থেকে বলা হয় দুপক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে তাদের পথ আলাদা হয়ে গেছে। এক বিবৃতিতে এমনটিই বলেছে প্লিমিথ। রুনিকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছিল ইংলিশ ক্লাবটি। তার কোচিংয়ে প্রায় পুরোটা সময়ই ভুগেছে প্লিমিথ। চ্যাম্পিয়নশিপে ২৩ ম্যাচে স্রেফ ৪টি জিতেছে তারা। ১৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তলানিতে।

খেলোয়াড় ভূমিকায় অবসর নেওয়ার পর ২০২১ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন রুনি। তার প্রথম ক্লাব ছিল ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের দল ডার্বি কাউন্টি। এরপর মেজর লিগ সকারের দল ডিসি ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন তিনি। সেখানেও টিকতে পারেননি। চলে আসেন বার্মিংহাম সিটিতে। কিন্তু এখানেও ব্যর্থ হলেন রুনি। নতুন কোথাও গিয়ে রুনি সফল হতে পারেন কিনা সেটিই দেখার অপেক্ষা।