হাতের টাকা ফের ব্যাংকে ফিরছে, বাড়ছে আমানত
মানুষের মধ্যে নগদ টাকা ধরে রাখার প্রবণতা কমে এসেছে। ফলে ব্যাংকের বাইরে থাকা নগদ টাকার স্থিতি কমতে শুরু করেছে। সর্বশেষ অক্টোবর মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা কমেছে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা। তার আগের মাসে কমেছিল প্রায় ১০ হাজার কোটি টাকা। অর্থাৎ এ দুই মাসে ব্যাংকগুলোতে ফিরেছে প্রায় সাড়ে ১৫ হাজার কোটি টাকা। এতে ব্যাংক খাতে আমানতের প্রবাহও বাড়ছে। সব মিলিয়ে গত দুই মাসে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে প্রায় ২৪ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি, নির্বাচনকেন্দ্রিক অনিশ্চয়তা, দুই ঈদের বাড়তি খরচ, দুর্বল ব্যাংক একীভূতের উদ্যোগ, জুলাই-আগস্টের আন্দোলন এবং কয়েকটির ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের প্রভাবে অনেকে টাকা তুলে নিয়েছিল। তাই ব্যাংকের বাইরে টাকা বেড়েছিল। তবে বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগে ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। ফলে গ্রাহকদের মধ্যে যারা অতিরিক্ত টাকা তুলেছিলেন, সেই টাকা আবার ব্যাংকে রাখতে শুরু করেছেন। আবার সুদের হার বৃদ্ধি নতুন আমানত টানতে সহায়ক হচ্ছে। এ ছাড়া ব্যবসা-বাণিজ্যে গতি আসায়ও ব্যাংকে আমানত বাড়ছে। এর আগে টানা ১০ মাস ব্যাংক থেকে টাকা তুলে ঘরে রাখার প্রবণতা লক্ষ করা যায়। এ প্রবণতা ব্যাংকগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করে।
মূলত ২০২৩ সালের নভেম্বর হতে মানুষের মধ্যে ব্যাংক থেকে টাকা তুলে নিজের কাছে রাখার প্রবণতা বাড়তে শুরু করেছিল। এই প্রবণতা অব্যাহত থাকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত। তবে সেপ্টেম্বর থেকে হাতে টাকা ধরে রাখার প্রবণতা কমতে শুরু করে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, গত আগস্ট শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ ছিল ২ লাখ ৯৩ হাজার ৬২২ কোটি টাকা। পরের মাস সেপ্টেম্বরে সেটি কমে দাঁড়ায় ২ লাখ ৮৩ হাজার ৫৫৩ কোটি টাকা। আর অক্টোবর মাসে সেটি আরও কমে হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। অর্থাৎ দুই মাসের ব্যবধানে ব্যাংকের বাইরে নগদ টাকার স্থিতি কমেছে প্রায় ১৫ হাজার ৮১২ কোটি টাকা। এর মধ্যে অক্টোবরে কমেছে ৫ হাজার ৭৪৩ কোটি টাকা।
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
এদিকে ঘরের টাকা ফিরতে শুরু করায় এই দুই মাসে ব্যাংক খাতে আমানতের পরিমাণ অনেকটাই বেড়েছে। গত আগস্টে এ খাতে আমানতের পরিমাণ ছিল প্রায় ১৭ লাখ ৩১ হাজার ২৬০ কোটি টাকা। সেটি বেড়ে গত অক্টোবরে দাঁড়িয়েছে ১৭ লাখ ৫৫ হাজার ২১৭ কোটি টাকা। অর্থাৎ দুই মাসের
ব্যবধানে ব্যাংক খাতে আমানত বেড়েছে ২৩ হাজার ৯৫৭ কোটি টাকা। অন্যদিকে এ সময়ে বার্ষিক আমানতের প্রবৃদ্ধিতে উন্নতি হয়েছে। যেমন- আগস্টে আমানতে বার্ষিক প্রবৃদ্ধি ৭.০২ শতাংশে নামে, যা ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। গত সেপ্টেম্বরে আমানতের বার্ষিক প্রবৃদ্ধি বেড়ে হয় ৭ দশমিক ২৬ শতাংশ। আর অক্টোবরে বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ।
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল