বাংলাদেশি আম্পায়ার সৈকতকে অশ্বিনের খোঁচা

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:০৪
শেয়ার :
বাংলাদেশি আম্পায়ার সৈকতকে অশ্বিনের খোঁচা

মেলবোর্ন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টের গুরুত্বপূর্ণ সময়ে প্যাভিলিয়নে ফিরতে হয় যশস্বী জয়সোয়ালকে। মাঠে নিষ্পত্তি না হওয়ায় তৃতীয় আম্পায়ার হিসেবে জয়সোয়ালের আউটের সিদ্ধান্ত জানান আইসিসির এলিট প্যানেলে থাকা বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সেই সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৪০ রানের জবাবে চতুর্থ ইনিংসে ব্যাট করছিল ভারত। তবে অত রান অতিক্রম করা যাবে না তাই ড্রয়ের জন্যই খেলছিল সফরকারীরা। তখনো পঞ্চম দিনের ২১.২ ওভারের খেলা বাকি। টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার ৪ উইকেট। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে এরই মধ্যে প্রতিরোধ গড়ে তুলেছেন জয়সোয়াল। তবে প্যাট কামিন্সের বলে সব এলোমেলো হয়ে যায়।

৭১তম ওভারের পঞ্চম বলে বাউন্ডার দেন কামিন্স। সেটি হুক করতে যান জয়সোয়াল। তবে ব্যাটে-বলে করতে পারেননি ভারতীয় ওপেনার। গ্লাভসের একদম কাছ ঘেষে সেটি চলে যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। সঙ্গে সঙ্গে আউটের আবেদন করেন অজি ক্রিকেটাররা। তবে মাঠের আম্পায়ার সেই আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন কামিন্স।

তৃতীয় আম্পায়ারের দায়িত্বে ছিলেন সৈকত। প্রযুক্তি ব্যবহার করে তিনি দেখেন, স্নিকোমিটারে কোনো স্পাইক হয়নি। এছাড়া শটের কোনো শব্দও পাওয়া যায়নি। তবে গতিপথ পরিবর্তন হয়েছে বলের। তাই, প্রযুক্তির ওপর নির্ভর না করে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন বাংলাদেশি এই আম্পায়ার। তার সিদ্ধান্তকে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার রিকি পন্টিং যৌক্তিক বললেও প্রতিবাদ করেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার, দীপ দাশগুপ্ত ও ইরফান পাঠান। বিষয়টি নিয়ে ভারতীয় সমর্থকদের তোপের মুখেও পড়েন সৈকত।

ভারত শেষ পর্যন্ত ১৮৪ রানে ম্যাচ হারে। যদিও এ নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কোনো বিতর্কের পথে যাননি। তবে তার সাবেক সতীর্থ মজার ছলেই খোঁচা দিলেন সৈকতকে। স্নিকোমিটারের অ্যাম্বাসেডর হিসাবে বাংলাদেশি আম্পায়ারের নাম প্রস্তাব করলেন রবীচন্দ্রন অশ্বিন।

সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া স্পিনার সামাজিক যোগাযোগমাধ্যমে শরফুদ্দৌলার একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আলোচনার কেন্দ্রে এখন স্নিকোমিটার। ওরা এটাকে কাজে লাগাতে পারে। এই মানুষটিকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে পারে স্নিকোমিটার।’ সেই সঙ্গে অশ্বিনের সংযোজন, ‘এটা মজা করেই বললাম।’

এর আগে তৃতীয় আম্পায়ার যখন রিপ্লে দেখছেন, তখন স্নিকোতে কোনো বড় স্পাইক দেখা যায়নি। তার পরেও তৃতীয় আম্পায়ার আউট দেওয়ায় বিতর্ক তৈরি হয়। তৃতীয় আম্পায়ার সৈকত বলেন, ‘ভিডিওতে দেখা যাচ্ছে বল গ্লাভসে লেগেছে। বলের দিক পরিবর্তন হয়েছে।; সেই যুক্তিতে স্নিকোতে ব্যাটে বা গ্লাভসে বল লাগার কোনো প্রমাণ না পাওয়া গেলেও তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান।