জয়সোয়ালের আউট বিতর্কে বাংলাদেশি আম্পায়ারের পক্ষে রোহিত

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৯
শেয়ার :
জয়সোয়ালের আউট বিতর্কে বাংলাদেশি আম্পায়ারের পক্ষে রোহিত

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার মেলবোর্ন টেস্টের গুরুত্বপূর্ণ সময়ে প্যাভিলিয়নে ফিরতে হয় যশস্বী জয়সোয়ালকে। মাঠে নিষ্পত্তি না হওয়ায় তৃতীয় আম্পায়ার হিসেবে জয়সোয়ালের আউটের সিদ্ধান্ত জানান আইসিসির এলিট প্যানেলে থাকা বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সেই সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। 

টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৪০ রানের জবাবে চতুর্থ ইনিংসে ব্যাট করছিল ভারত। তবে অত রান অতিক্রম করা যাবে না তাই ড্রয়ের জন্যই খেলছিল সফরকারীরা। তখনো পঞ্চম দিনের ২১.২ ওভারের খেলা বাকি। টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার ৪ উইকেট। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে এরই মধ্যে প্রতিরোধ গড়ে তুলেছেন জয়সোয়াল। তবে প্যাট কামিন্সের বলে সব এলোমেলো হয়ে যায়। 

৭১তম ওভারের পঞ্চম বলে বাউন্ডার দেন কামিন্স। সেটি হুক করতে যান জয়সোয়াল। তবে ব্যাটে-বলে করতে পারেননি ভারতীয় ওপেনার। গ্লাভসের একদম কাছ ঘেষে সেটি চলে যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। সঙ্গে সঙ্গে আউটের আবেদন করেন অজি ক্রিকেটাররা। তবে মাঠের আম্পায়ার সেই আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন কামিন্স। 

তৃতীয় আম্পায়ারের দায়িত্বে ছিলেন সৈকত। প্রযুক্তি ব্যবহার করে তিনি দেখেন, স্নিকোমিটারে কোনো স্পাইক হয়নি। এছাড়া শটের কোনো শব্দও পাওয়া যায়নি। তবে গতিপথ পরিবর্তন হয়েছে বলের। তাই, প্রযুক্তির ওপর নির্ভর না করে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন বাংলাদেশি এই আম্পায়ার। তার সিদ্ধান্তকে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার রিকি পন্টিং যৌক্তিক বললেও প্রতিবাদ করেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার, দীপ দাশগুপ্ত ও ইরফান পাঠান। বিষয়টি নিয়ে ভারতীয় সমর্থকদের তোপের মুখেও পড়েন সৈকত। 

শেষ পর্যন্ত ১৮৪ রানে ম্যাচ হারে ভারত। ম্যাচশেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকেও কথা বলতে হয় আলোচনার জন্ম দেওয়া জয়সোয়ালের আউট নিয়ে। যদিও রোহিতের কথা গেছে তৃতীয় আম্পায়ার সৈকতের পক্ষেই। 

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘দেখুন, আমি সত্যিই জানি না এটা কী করতে পারত, কারণ প্রযুক্তি কোনোকিছু দেখায় না। খালি চোখে দেখে মনে হচ্ছে এটা (বল) কিছু স্পর্শ করেছে। আমি জানি না আম্পায়াররা কীভাবে প্রযুক্তি ব্যবহার করতে চান, কিন্তু যদি ন্যায্য কথা বলি- সেটি হচ্ছে সে (জয়সোয়াল) বল স্পর্শ করেছে।’

এর আগে আইসিসির সাবেক এলিট লেভেল আম্পায়ার সাইমন টাফেল থার্ড আম্পায়ার শরফুদ্দৌলার সিদ্ধান্তের ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘আমার সিদ্ধান্তেও সেটি আউট ছিল। শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ারই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। প্রযুক্তির কিছু সীমাবদ্ধতা আছে। আম্পায়ার যখন ব্যাটের একটি স্পষ্ট বিচ্যুতি দেখেন তখন সেটি প্রমাণ করার জন্য অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করার দরকার নেই।’

বিখ্যাত এই আম্পায়ার আরও বলেন, ‘স্পষ্ট বিচ্যুতি হলো চূড়ান্ত প্রমাণ। এই বিশেষ ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারকে আমরা গৌণভাবে প্রযুক্তি ব্যবহার করতে দেখেছি।’