অধিনায়কের প্রতিপক্ষ অধিনায়ক: যে লজ্জায় রোহিতই শীর্ষে

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ১২:২৩
শেয়ার :
অধিনায়কের প্রতিপক্ষ অধিনায়ক: যে লজ্জায় রোহিতই শীর্ষে

মেলবোর্ন টেস্টের পঞ্চম দিন। ভারতের ব্যাটারদের সামনে ম্যাচ বাঁচানোর মহাগুরুত্বপূর্ণ লড়াই। বুক চিতিয়ে দলের ব্যাটিংয়ের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন ছিল অধিনায়ক রোহিত শর্মার। তবে সিরিজে ব্যর্থতার ধারা বজায় রেখে আরও একবার হতাশ করলেন এই ওপেনার। 

প্যাট কামিন্সের বলে ক্যাচ দিয়ে যখন রোহিত ফিরলেন, তখন নামের পাশে তার রান ৯। ৪০ বল খেলে কোনো বাউন্ডারি ছাড়া এই রান করেছেন তিনি। অস্ট্রেলিয়ান অধিনায়কের করা ফুল ডেলিভারির বলে লিডিং এজ হয়ে বল ওপরে উঠে যায়। দ্রুতগতিতে বল চলে যায় গালিতে দাঁড়ানো মিচেল মার্শের কাছে। তালুবন্দী করতে কোনো ভুল করেননি মার্শ। 

বর্ডার গাভস্কার ট্রফিতে প্রথম ম্যাচে খেলেননি রোহিত। পরের ম্যাচগুলোতে কামিন্সের কাছে বেশ কয়েকবার ধরাশয়ী হয়েছেন ভারত অধিনায়ক। এখনো পর্যন্ত খেলা ৫ ইনিংসে ৪ বারই কামিন্সের বলে আউট হয়েছেন তিনি। এই সময়ে ২.৭৫ গড়ে মাত্র ১১ রান করেছেন তিনি। টেস্টে আজসহ মোট ৬ ইনিংসেই অস্ট্রেলিয়ান অধিনায়কের বলে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে রোহিতকে। কোনো অধিনায়কের বলে প্রতিপক্ষ অধিনায়কের এতবার আউটের ঘটনা আর নেই। 

টেস্টে প্রতিপক্ষ অধিনায়কের বলে সর্বাধিক আউটের ঘটনা

*৬- রোহিত শর্মা, বোলার: প্যাট কামিন্স

*৫- টেড ডেক্সটার, বোলার: রিচি বেনাউড

*৫- সুনীল গাভাস্কার, বোলার: ইমরান খান

*৪- গুলাবরাই রামচাঁদ, বোলার: রিচি বেনাউড

*৪- ক্লাইভ লয়েড- বোলার: কপিল দেব

*৪-পিটার মে- বোলার: রিচি বেনাউড