মুজিববাদী সংবিধানের কবর রচনা করার ঘোষণা
কাল শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র
কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকাল মঙ্গলবার বিকাল তিনটায় ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রবিবার রাজধানীর বাংলামোটরে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা আরও জানান, এ কর্মসূচিতে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। এতে মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করার দাবিও তুলে ধরা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেন, আমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করব। এটি সংবিধানে যুক্ত করে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার দায়িত্ব সরকারের।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি ৫ আগস্টেই হওয়া উচিত ছিল বলে মনে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এটি না হওয়ায় গণমাধ্যম ও বুদ্ধিজীবী মহল ফ্যাসিবাদের পক্ষে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দুই সহস্রাধিক শহীদের রক্ত এবং ২০ হাজারের বেশি আহতের ত্যাগের ওপর দাঁড়িয়ে এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আমরা চাই, মুজিববাদী সংবিধানকে কবরস্থ ঘোষণা করা হবে। যেখানে এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল, সেই শহীদ মিনার থেকেই সংবিধানের কবর রচিত হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমরা বিপ্লবের একটিমাত্র ধাপ অতিক্রম করেছি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আরও আগে ঘোষণা করা প্রয়োজন ছিল। আমরা বিশ্বাস করি, আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্টবিরোধী সবাইকে ধারণ করতে পেরেছিল, এই ঘোষণাপত্রও সবার আশা-আকাক্সক্ষাকে ধারণ করতে পারবে। তিনি জানান, ঘোষণাপত্রের একটি খসড়া তৈরি করা হয়েছে এবং বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সেটি সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে।
বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, বাহাত্তরের সংবিধানের মূলনীতিগুলো ভারতীয় আগ্রাসনের ইনস্টলমেন্ট (প্রতিষ্ঠাপন) হিসেবে কাজ করেছে। ঘোষণাপত্রে স্পষ্ট করা হবে, কীভাবে মুজিববাদী সংবিধান গণমানুষের আকাক্সক্ষাকে বিনষ্ট করেছে এবং এটি কীভাবে প্রতিস্থাপন করা হবে। সেকেন্ড রিপাবলিক আইনগত বিষয়। এখন এসব বিষয়ের দিকে আমরা যাচ্ছি না।