গোল উৎসব করে দুইয়ে রহমতগঞ্জ, চতুর্থ জয়ে তিনে আবাহনী
ঢাকা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ শনিবারের আলাদা আলাদা ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেড ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। শীর্ষস্থানে থাকা মোহামেডানের পর দ্বিতীয় স্থানে থাকার লড়াইয়ে আছে এই দুই দল।
আজ ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে গোল উৎসব করেছে রহমতগঞ্জ। ৬-১ গোলের বড় ব্যবধানে জিতেছে তারা। অন্যদিকে, পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়ে স্বস্তির জয় তুলে নিয়েছে আবাহনী। রহমতগঞ্জ ও আবাহনী; দুই দলেরই এখন ৫ ম্যাচে সমান ৪ জয়। সমান ১২ পয়েন্ট হলেও গোলগড়ে দুইয়ে রহমতগঞ্জ আর তিনে আবাহনী। ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে মোহামেডান।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পুলিশ এফসির বিপক্ষে আবাহনীর হয়ে গোল দেন আরমান ফয়সাল আকাশ ও শাহরিয়ার ইমন। চলতি বছরে কোনো বিদেশি ছাড়াই খেলা আবাহনী শুরুতে অবশ্য বেশ চাপে পড়িছিল। কিন্তু প্রতিপক্ষের ফিনিশিং দুর্বলতায় বেঁচে যায় আকাশি জার্সিধারীরা।
২৩ মিনিটে উল্টো প্রথম গোল দেয় আবাহনী। মাঝমাঠে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে আকাশকে দারুণ এক পাস দেন মানিক মোল্লা। বলের নিয়ন্ত্রণ নিয়ে কোনাকুণি শটে বল জালে জড়ান আকাশ। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুটাও আক্রমণ-পাল্টা আক্রমণেই সীমাবদ্ধ ছিল। তবে ম্যাচের মূল সময়ের ২ মিনিট বাকি থাকতে গোল দেন ইমন। ডান দিক থেকে বক্সে ঢুকে তিনিও কোনাকুণি শটে বল জালে জড়ান।
দিনের অন্য ম্যাচে প্রথমার্ধে রহমতগঞ্জের বিপক্ষে প্রতিরোধ গড়েছিল ফকিরেরপুল। রহমতগঞ্জের হয়ে স্যামুয়েল বোয়েটং গোল দিলে সমতা ফেরান আকোবির তুরায়েভ। তবে দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জের সামনে টিকতেই পারেনি ফকিরেরপুল। ৬৬ থেকে ৭২ মিনিটে গোল দেন তাজ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন ও বোয়াটেং। ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান রাজন।