জিতেই চলছে মোহামেডান
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডানের জয়রথ চলছেই। প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মোহামেডান আজ ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসিকে। ম্যাচের ১৭তম মিনিটে একমাত্র গোলটি দেন ইমানুয়েল সানডে।
ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসকে হারানো ফর্টিসকে খুব সহজে হারাতে পারেনি মোহামেডান। সানডে, মোজাফফরভদের ভালোই চ্যালেঞ্জ জানিয়েছেন জাসুর জুমায়েভ, আতিকুর রহমান ফরহাদ, আব্দুল্লাহ ওমররা। তবে আজ শুক্রবার কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেষ পর্যন্ত সানডের দেওয়া গোলই গড়ে দেয় ব্যবধান।
পাঁচ ম্যাচের সবগুলোতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই বছর শেষ করল মোহামেডান। বাকি দলগুলোর চেয়ে নিরাপদ দূরত্বে এগিয়ে আছে সাদা-কালোরা। অনদিকে, ফর্টিসের পয়েন্ট ৫। মৌসুমে দ্বিতীয়বারের মতো হারল তারা।
আজ ইনজুরির কারণে খেলতে পারেননি মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাতে। শুরু থেকেই আক্রমণ শুরু করে ফর্টিস। দু’দলের মধ্যে চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। ১৭তম মিনিটে আর্নেস্ট বোয়াটেংয়ের বাড়ানো আড়াআড়ি ক্রস বুঝেই উঠতে পারেননি ফর্টিসের ডিফেন্ডারেরা। ডান দিকে থাকা সানডে বল পেয়ে নিচু প্লেসিং শটে গোল আদায় করেন।
প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে আলফাজ আহমেদের দলের ওপর ভালোই চাপ তৈরি করেছিল ফর্টিস। ৬৬ মিনিটে মোহামেডানের জালে বলও জড়িয়েছিলেন ফর্টিসের ওমর সার। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। আজও গোলবারের নিচে নিপুণ দক্ষতা দেখিয়েছেন মোহামেডানের সাকিব আল হাসান।