কোহলিকে ‘ক্লাউন’ বলায় খেপলেন ইরফান

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৩১
শেয়ার :
কোহলিকে ‘ক্লাউন’ বলায় খেপলেন ইরফান

অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ ক্রিকেটার স্যাম কনস্টাসের সঙ্গে বিরাট কোহলির ধাক্কার ঘটনা ক্রিকেটপাড়ায় এখন বহুল চর্চিত। এই ঘটনার প্রেক্ষিতেই কোহলিকে জোকারের মতো সাজিয়ে ছবি ছাপিয়েছে অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্র। তাতে খেপেছেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। 

অস্ট্রেলিয়ান গণমাধ্যগুলো ভারতীয় খেলোয়াড়দের অসম্মান করার যে ধারা সেটি বজায় রাখছে বলে মনে করেন ইরফান। সাবেক এই বোলিং অলরাউন্ডারের কথায় সুর মিলিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কারও। 

স্টার স্পোর্টসে ইরফান বলেন, ‘দ্বিচারী হওয়ার আদর্শ উদাহরণ হচ্ছে অস্ট্রেলিয়ার সংবাদপত্র, মিডিয়া এবং কিছু প্রাক্তন ক্রিকেটার। প্রথমে তারা বিরাট কোহলিকে ‘কিং’ বলে ডাকে, কিন্তু যে সময় সে (কোহলি) কিছুটা আগ্রাসন দেখায়, তখন তাকে এভাবে (বিকৃতভাবে) দেখানো হয়।’

ইরফান আরও বলেন, ‘আমরা কেউই (কোহলির) ঘটনাটিকে সমর্থন করিনি। তবে আমরা এটি ক্রিকেট কর্মকর্তাদের কাছে ছেড়ে দিয়েছি। কিন্তু অস্ট্রেলিয়ানরা প্রথমে তাকে ‘কিং’ ডাকবে এবং তারপরে তাকে ‘জোকার’ বলে ডাকবে? আপনি বিক্রি হতে চান, ক্রিকেটকে জনপ্রিয় করতে চান? কিন্তু সেটি কি বিরাটের (কোহলি) বাজারে মূল্যের বিনিময়ে? আমরা এটা সহ্য করবো না।’

ইরফান জোর দিয়ে আরও জানান, ভারতীয় ক্রিকেটারদের প্রতি এই ধরনের ঘটনা বেশ কয়েক বছর ধরে ক্রমাগত ঘটছে, এবং ভারতীয় ক্রিকেট ও মিডিয়ার লোকেরা কথা না বললে ঘটতেই থাকবে।

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেমিয়েন মার্টিনের সঙ্গে একটি ঘটনা ও পরবর্তীতে শাস্তি পাওয়া নিয়ে ইরফান বলেন, ‘যেবার প্রথম আমি শাস্তি পেলাম; আমি শুধু একটু হাততালিই দিয়েছিলাম মার্টিন যখন অপমান করছিল। কিন্তু ক্যামেরায় আমার হাততালিই ধরা পড়ে এবং শাস্তি পাই। মুক্তি পায় মার্টিন।’