ভারতের বিপক্ষে স্মিথের সেঞ্চুরির রেকর্ড
দীর্ঘদিন ধরেই রানখরায় ভুগছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভেন স্মিথ। ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে রানে ফিরেছেন এই ডানহাতি। ব্রিসবেনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টেই পেয়েছিলেন তিন অঙ্কের রানের দেখা। মেলবোর্নে চলমান চতুর্থ টেস্টেও শতরান করেছেন স্মিথ।
চলমান বক্সিং ডে টেস্টে আজ শুক্রবার নিজের শতরানে পৌঁছান স্মিথ। ক্যারিয়ারে এই তারকার এটি ৩৪তম টেস্ট সেঞ্চুরি। আকর্ষণীয় তথ্য হচ্ছে, মোট টেস্ট সেঞ্চুরির প্রায় তিন ভাগের একভাগই অর্থাৎ ১১টিই তিনি করেছেন ভারতের বিপক্ষে। দেশটির বিপক্ষে এত বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড নেই অন্য কোনো ক্রিকেটারের।
৩৪টি সেঞ্চুরি হাঁকিয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরিয়ানদের তালিকায় নিজেকে সপ্তম স্থানে নিয়ে গেলেন স্মিথ। যদিও সমপরিমাণ সেঞ্চুরি আছে পাকিস্তানের ইউনিস খান, ভারতের সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনের। তবে ৩৪ সেঞ্চুরি করতে সবচেয়ে কম সময় লেগেছে স্মিথের।
বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সেঞ্চুরির তালিকায় স্মিথের অবস্থান দুইয়ে। ৩৬টি সেঞ্চুরি নিয়ে এখনো খেলছেন ইংল্যান্ডের জো রুট। এছাড়া এমসিজিতে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) স্মিথের সেঞ্চুরি সংখ্যা দাঁড়ালো পাঁচে। মাঠটিতে সমান সংখ্যক সেঞ্চুরি পেয়েছেন কিংবদন্তি ডন ব্র্যাডমান, ম্যাথু হেইডেন ও জাক হবস।
ভারতের বিপক্ষে টেস্ট সেঞ্চুরিতে স্মিথ পেছনে ফেলেছেন রুটকে। উপমহাদেশীয় জায়ান্টদের বিপক্ষে ইংলিশ এই ব্যাটারের সেঞ্চুরির সংখ্যা ১০। ভারতের বিপক্ষে সেঞ্চুরি সংখ্যায় এই দুজনের পরেই আছেন স্যার গ্যারি সোবার্স (৮, ওয়েস্ট ইন্ডিজ), ভিভ রিচার্ডস (৮, ওয়েস্ট ইন্ডিজ) ও রিকি পন্টিং (৮, অস্ট্রেলিয়া)।