যে কারণে কালো ‘আর্মব্যান্ড’ পরে মেলবোর্ন টেস্টে নেমেছে ভারত

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬
শেয়ার :
যে কারণে কালো ‘আর্মব্যান্ড’ পরে মেলবোর্ন টেস্টে নেমেছে ভারত

মেলবোর্নে চলছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচ। আজ শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন ভারতের ক্রিকেটাররা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানাতেই রোহিত শর্মা-বিরাট কোহলিদের হাতে কালো কাপড় বাঁধতে দেখা গেছে।

গতকাল রাতে দিল্লিতে মারা যান মনমোহন সিং। সাবেক এই প্রধানমন্ত্রীল স্মরণে কালো আর্মব্যান্ড পরেছেন ভারতের নারী ক্রিকেটাররাও। ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলছেন ভারতের নারীরা।  

এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআই বলেছে, ‘মৃত্যুবরণ করা (ভারতের) সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতির প্রতি সম্মান জানাতে ভারতীয় দল কালো আর্মব্যান্ড পরেছে।’

গতকাল সন্ধ্যায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন মনমোহন সিং। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে রাত ৮টার দিকে তাকে এআইআইএমএসের জরুরি বিভাগে নেওয়া হয়। গুরুতর শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে তৎক্ষণাৎ আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের চেষ্টার পরও তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। রাত ৯টা ৫১ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুকালে মনমোহন সিংয়ের বয়স হয়েছিল ৯২ বছর। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। রাজনৈতিক ব্যক্তি ছাড়াও একটি বড় পরিচয় আছে মনমোহন সিংয়ের। দেশটির বিখ্যাত অর্থনীতিবিদও ছিলেন তিনি। 

এদিকে, মনমোহন সিংয়ের মৃত্যুতে দেশটির সরকার সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব জি পার্থসারথি এ সংক্রান্ত চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে বৃহস্পতিবার থেকে আগামী বুধবার পর্যন্ত ‘জাতীয় শোক’ ঘোষণা করা হয়েছে। এ সময়ে দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।