চট্টগ্রাম আবাহনীকে ৬ গোলে উড়িয়ে দিল মোহামেডান

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:০০
শেয়ার :
চট্টগ্রাম আবাহনীকে ৬ গোলে উড়িয়ে দিল মোহামেডান

ফেডারেশন কাপে চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ‘বি’ গ্রুপের ম্যাচে আরিফ হোসেন ও রাজু আহমেদ জিসানের নৈপুণ্যে ৬-০ গোলের জয় পায় ঐতিহ্যবাহী দলটি। এ জয়ে আসরে কোয়ার্টার-ফাইনালে খেলার আশাও উজ্জ্বল করল দলটি।

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ইমানুয়েল সানডে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন সুলেমানে দিয়বাতে। দ্বিতীয়ার্ধে আরিফ, জিসান, সৌরভ দেওয়ান ও জুয়েল মিয়া ব্যবধান আরও বাড়ান।

এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে শেষ দিকের গোলে হেরে গিয়েছিল মোহামেডান। তবে প্রথম জয়ে ৩ পয়েন্ট পাওয়ায় সেরা আটে খেলার সম্ভাবনা জোরাল করল আলফাজ আহমেদের দল।

এদিন ম্যাচের দশম মিনিটের প্রথম গোছালো আক্রমণ থেকে মোহামেডানকে এগিয়ে নেন সানডে। বক্সে আরিফের পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণ নিয়ে জটলার ভেতর থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি।

প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে জয় পাওয়া মোহামেডান চার মিনিটে পর দারুণ আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে। মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন আরিফ। গোলরক্ষককে একা পেয়েও শট না নিয়ে তিনি বাড়ান ডানে অরক্ষিত থাকা দিয়াবাতেকে, ফাঁকা পোস্টে আলতো টোকায় বল পাঠিয়ে দেন অধিনায়ক।

কিন্তু দলের সেরা তারকা দিয়বাতে চোটে পড়েন। মাঠে পড়ে গেলে কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন মোহামেডান অধিনায়ক।

বিরতির পর ৫২তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় মোহামেডান। রাফির থ্রো ইনের পর জিসানের আড়াআড়ি ক্রসে ছুটে গিয়ে হেডে লক্ষ্যভেদ করেন আরিফ। ৬৮তম মিনিটে সতীর্থের লং পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত টোকায় স্কোরলাইন ৪-০ করেন জিসান।

এরপর ৭৭তম মিনিটে আরিফের ক্রস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে দারুণ টোকায় লক্ষ্যভেদ করেন সৌরভ দেওয়ান। এই গোলের রেশ থাকতেই সব অনিশ্চয়তার ইতি টেনে দেন বদলি নামা জুয়েল।