ঢাকা মহানগরকে হারিয়ে শিরোপা জিতল রংপুর
ঢাকা মহানগরকে ৫ উইকেটে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরের চ্যাম্পিয়ন হলো রংপুর। লো স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করা ঢাকা মাত্র ৬২ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ১১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।
সিলেটে আজ ফাইনালে ঢাকা মহানগরের বিপক্ষে রংপুরের দুই পেসার মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু দুর্দান্ত বোলিং করেছেন। দুজন মিলে ১৬ রানেই তুলে নিয়েছেন ঢাকার প্রথম ৫ উইকেট, যা এই টুর্নামেন্টে সর্বনিম্ন রানে ৫ উইকেট হারানোর রেকর্ড।
৬২ রানে অলআউট হওয়া ঢাকা মহানগর, যা টুর্নামেন্টের সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড। এছাড়া বাংলাদেশে কোনো স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালের এই প্রথম কোনো দল ১০০ রানের নিচে অলআউট হলো। সবশেষ ২০১৬ সালের বিপিএল ফাইনালে রাজশাহী কিংস ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১০৩ রানে অলআউট হয়েছিল।
মুকিদুল নিজের করা প্রথম ২ ওভারেই ৩ উইকেট তোলেন। আউট করেন ইমরানুজ্জামান, আনিসুল ইসলাম ও আমিনুল ইসলামকে। আর তাকে সঙ্গে দেন পেসার আলাউদ্দিন। নতুন বলে তিনি ফেরান মহানগরের অধিনায়ক মোহাম্মদ নাঈমকে। তিনি এরপর আউট করেছেন মোহাম্মদ তাজিবুল ও রাকিবুল হাসানকে।
এই দুই পেসারই ১২ রানে ৩ উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আলাউদ্দিন। তার উইকেটসংখ্যা এখন ১৯।
জবাবে ব্যাট করতে নেমে রংপুরও ১৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। অবশেষে আরিফুল হকের ১৪ ও মোহাম্মদ এনামুল হকের অপরাজিত ১৪ রানে জয় নিশ্চিত করে দলটি।
ঢাকা মহানগরের হয়ে আলিস আল ইসলাম ২টি উইকেট পান।