এবার ৩ মাসের জন্য ছিটকে গেছেন স্টোকস

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯
শেয়ার :
এবার ৩ মাসের জন্য ছিটকে গেছেন স্টোকস

ইনজুরি প্রবণ ক্যারিয়ারে ফের একবার চোটের থাবা বেন স্টোকসের শরীরে। এবার পুরোনো চোট ফিরে আসায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। ইংলিশরা তাকে অন্তত তিন মাসের জন্য পাবে না।

তারকা এ অলরাউন্ডার চলতি মাসের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছেড়ে যান। পরে স্ক্যান রিপোর্ট হাতে পেয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সোমবার জানায়, বাম পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে স্টোকসের।

বিবৃতিতে ইসিবি বলেছে, আগামী মাসে অস্ত্রোপচার করাতে হবে স্টোকসের। এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া।

এর আগে গত অগাস্টে দা হান্ড্রেডে খেলার সময়ও বাম পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার। তখন দুই মাসের পুনর্বাসন প্রক্রিয়া শেষে অক্টোবরে পাকিস্তান সফর দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি।

আগামী মে মাসের আগে ইংল্যান্ডের কোনো টেস্ট সিরিজ নেই। তাই পুনর্বাসনের জন্য প্রায় ৬ মাসের কাছাকাছি সময় পাবেন স্টোকস। এরপর হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যেতে পারে তাকে।