সাদা পোশাকে সেঞ্চুরি করে জ্যোতির ইতিহাস
বাংলাদেশ নারী ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটারও তিনি। রঙিন পোশাকে নিয়মিতই ঝলক দেখানো জ্যোতি এবার দ্যুতি ছড়ালেন সাদা পোশাকেও। সেঞ্চুরি করে গড়লেন ইতিহাস।
প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট লিগ বিসিএল। সেখানে সেন্ট্রাল জোনের হয়ে খেলছেন জ্যোতি। তিনদিনের এই ম্যাচে আজ সোমবার নর্থ জোনের বিপক্ষে শতক হাঁকান তিনি। বাংলাদেশের নারী ক্রিকেটে দীর্ঘ সংস্করণে প্রথম সেঞ্চুরি করা খেলোয়াড় এখন জ্যোতি।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন জ্যোতি। ২০ টি চার, ২ ছক্কার মারে ২৫৬ বলে ১৫৩ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।
জ্যোতির এই দারুণ ইনিংসে বড় লিড নিয়েছে সেন্ট্রাল জোন বা মধ্যাঞ্চল। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান তুলে ইনিংসে ঘোষণা করে উত্তরাঞ্চল। দলটির হয়ে ২৪৬ বলে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিঙ্কি। মধ্যাঞ্চলের স্পিনার নাহিদা আক্তার ৪৮ রানের বিনিময়ে ৭ উইকেট তুলে নিয়ে আলো কাড়েন।
উত্তরাঞ্চলের বড় রানের জবাব দিতে নেমে মধ্যাঞ্চলের দুই ওপেনার মুরশিদা খাতুন ও ফারজানা আক্তার ঝোড়ো ফিফটি হাঁকান। এরপরই ম্যারাথন এই ইনিংস খেলেন জ্যোতি। তাতে ৮ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে মধ্যাঞ্চল। ১৪৭ রানের লিড পায় দলটি। উত্তরাঞ্চলের হয়ে ১১৩ রানে ৬ উইকেট নেন জান্নাতুল ফেরদৌস সুমনা।