শচীন-পন্টিংয়ের লজ্জার রেকর্ডে ভাগ বসালেন আব্দুল্লাহ শফিক

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪
শেয়ার :
শচীন-পন্টিংয়ের লজ্জার রেকর্ডে ভাগ বসালেন আব্দুল্লাহ শফিক

দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে পাকিস্তান। তবে সিরিজজুড়ে হাসেনি পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিকের ব্যাট। তিন ম্যাচেই রানের খাতা খোলার আগে ফিরতে হয়েছে এই ওপেনারকে। টানা তিন ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ার লজ্জা আছে ভারত ও অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংয়ের মতো ক্রিকেটারেরও। 

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি চতুর্থ বলেই শূন্য রানে আউট হয়েছেন শফিক। দ্বিতীয় ওয়ানডেতে দুই বলের পর তৃতীয় ওয়ানডেতে প্রথম বলেই আউট হয়েছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। টানা তিন ওয়ানডেতে শূন্য রান করা ষষ্ঠ পাকিস্তানি ব্যাটার শফিক। 

টানা তিন শূন্য করা পাকিস্তানি ব্যাটারদের তালিকা

শোয়াইব মোহাম্মাদ---১৯৯৩ সাল

শাদাব কবির---১৯৯৬ সাল

মোহাম্মাদ ওয়াসিম---২০০০ সাল

শোয়েব মালিক---২০০৪ সাল

সালমান বাট---২০১০ সাল

আব্দুল্লাহ শফিক---২০২৪ সাল

এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে শূন্য রানে আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডে শফিক পেছনে ফেলেছেন পাকিস্তানের ইমরান নাজির ও মোহাম্মদ হাফিজদের। ২০২৪ সালে এখনো পর্যন্ত সাতবার শূন্য রানে আউট হয়েছেন শফিক। ২০০০ সালে ৩২ ইনিংসে ৬ বার শূন্য রানে আউট হয়েছিলেন নাজির। আর ২০১২ সালে ৪৩ ইনিংসে ৬ বার শূন্য রানে আউট হন হাফিজ। এ বছর এখনো পর্যন্ত ২১ ইনিংস খেলেছেন শফিক। 

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি টানা চারবার শূন্য রানে আউট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি এ. এল লগি, শ্রীলংকার জি. পি. বিক্রমাসিংহে, ইংল্যান্ডের ক্যামেরন হোয়াইট, জিম্বাবুয়ের হেনরি ওলঙ্গা ও শ্রীলংকার লাসিথ মালিঙ্গা। 

এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি আটবার শূন্য রানে আউট হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হার্শেল গিবস (২০০০ সালে ৫১ ইনিংসে) ও শ্রীলংকার সাবেক ওপেনার তিলকরত্নে দিলশান (২০১২ সালে ৫৬ ইনিংসে)।